এবার কোচ বদল করল কিং খানের দল! 'নাইটদের' নতুন দায়িত্বে এল কে? বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knight Riders: ২০২৫ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এর জন্য ত্রিনিবাগো নাইট রাইডার্স ডোয়েইন ব্রাভোকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে।
২০২৫ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এর জন্য ত্রিনিবাগো নাইট রাইডার্স ডোয়েইন ব্রাভোকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। টিকেআর ইতিহাসের সবচেয়ে সফল সিপিএল ফ্র্যাঞ্চাইজি। ব্রাভোর এই নিয়োগ দলটির জন্য একটি নতুন যুগের সূচনা নির্দেশ করছে। ব্রাভো দায়িত্ব গ্রহণ করছেন ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হয়ে। যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
ডোয়েন ব্রাভো সিপিএলের এক অবিচ্ছেদ্য অংশ। যিনি ২০১৩ সালে এই প্রতিযোগিতার শুরু থেকে জড়িত ছিলেন। তিনি মোট ১০৭টি ম্যাচে অংশগ্রহণ করে ৮.৭৪ ইকোনমি রেটে ১২৯টি উইকেট শিকার করেন। টিকেআরের হয়ে নয়টি মরশুম এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে এক মরশুম খেলেছেন। ২০২১ সালে প্যাট্রিয়টসকে নেতৃত্ব দিয়ে তিনি শিরোপা জেতান।
advertisement
ত্রিনিবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হওয়া প্রসঙ্গে ব্রাভো বলেন, “এই দলটি আমার হৃদয়ের খুব কাছের। কোচ ফিল সিমন্সকে ধন্যবাদ জানাই, এবং এখন এই নতুন দায়িত্বের জন্য আমি প্রস্তুত।” ব্রাভো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন। “আমি কোচ ফিল সিমন্সকে তার সময় ও অবদানের জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং এখন আমি ও আমার স্টাফদের জন্য নতুন এই চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি।”
advertisement
advertisement
এই নিয়োগ ব্রাভোর ক্রমবর্ধমান কোচিং কেরিয়ারকে আরও শক্তিশালী করেছে। তিনি ILT20-তে আবু ধাবি নাইট রাইডার্সের প্রধান কোচ, ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর এবং ২০২৩-২৪ সালে চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শক ছিলেন। এছাড়া, ২০২৪ টি২০ বিশ্বকাপে আফগানিস্তান দলের বোলিং পরামর্শক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। যেখানে দলটি ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছিল এবং পরে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 6:17 PM IST