Football Tournament: মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই! ম্যাচ দেখতে জনসমুদ্র, কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

Jaynagar Mini Football Tournament: জয়নগরের মিনি ফুটবল ধামাকা। জয়নগর থানার বহড়ু হাইস্কুল মাঠে দু'দিন রাতের মিনি ফুটবল ধামাকার আয়োজন করে বহড়ু মিলন উৎসব কমিটি। বিভিন্ন জেলা থেকে বাছাই করা ১৬টি দল খেলায় অংশ নিয়েছে। যার প্রথম পুরস্কার থাকবে চার চাকা গাড়ি, দ্বিতীয় পুরস্কার থাকছে বুলেট বাইক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে স্কুটি।

+
জয়নগরের

জয়নগরের মিনি ফুটবল ধামাকা

বহড়ু, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: খেলা ধূলার প্রতি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আগ্রহ হারাচ্ছে এই কথাকে ভুল প্রমানিত করল বহড়ু। জয়নগর থানার বহড়ু হাইস্কুল মাঠে দু’দিন রাতের মিনি ফুটবল ধামাকার আয়োজন করেছিল বহড়ু মিলন উৎসব কমিটি। বিভিন্ন জেলা থেকে ১৬টি দলের খেলার আয়োজন করা হয়। যার প্রথম পুরস্কার থাকবে চার চাকা গাড়ি, দ্বিতীয় পুরস্কার থাকছে বুলেট বাইক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে স্কুটি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার।
মূলত সব ধর্মের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই খেলাকে সম্প্রীতি কাপ হিসাবে নামাঙ্কিত করে আয়োজক কমিটি। আর এই খেলাকে ঘিরে গত কয়েকদিন ধরে খেলাপ্রেমী মানুষের মনে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। আর তারই ফলস্বরূপ সাগর, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া থেকেও দর্শক ভিড় জমায় এই খেলা দেখতে। মূলত জয়নগর দক্ষিণ বারাসত কুলপী রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে খেলার দর্শকদের চাপে। রাত ১১টা পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে জনসমুদ্রের চাপে। সমস্যায় পড়েন বহড়ু স্টেশনে নেমে বাড়ি ফিরতি মানুষ জন।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে এলাকায় পরপর চুরির ঘটনা! নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার পরিবারের ৪ সদস্য
রোড অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ। এই যানজট নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় জয়নগর থানার পুলিশ, ট্রাফিক। এই খেলা দেখতে মাঠের দু’দিকের স্কুল, বাড়ি, দোকান পরিপূর্ণ হয়ে পড়ে। এমনকি বিরাট উঁচু নারকেল গাছে চড়ে খেলা দেখতে দেখা যায় দর্শকদের। এদিন রাতে মিনি ফুটবলে শট মেরে এই খেলার সূচনা করেন জয়নগর বিধানসভার বিধায়ক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহড়ু মিলন উৎসব কমিটির এক সদস্য বলেন, ‘দক্ষিন ২৪ পরগনা-সহ ৬টি জেলা থেকে বাছাই করা ১৬টি টিম নিয়ে আমাদের এই সম্প্রতি কাপ। আমরা খেলাপ্রেমী মানুষদের কাছে সেরা খেলা তুলে দিতে চেয়েছি। কিন্তু এত মানুষের সমর্থন পাবো এই ভাবে আমরা কল্পনা করতে পারিনি। পুরোপুরি জনসমুদ্রের চেহারায় নেয়। আমরা খুশি আমাদের পাশে এসে এইভাবে খেলাকে ভালবাসার জন্য। আমরা মানুষ, আমাদের কাছে ধর্মের চেয়ে মানুষ আগে। তাই সর্ব ধর্মের মিলন হিসাবে সম্প্রতি কাপে বহড়ু একথায় জনসমুদ্রের চেহারা নেয়। সব কিছুর মাঝে খেলাকে ভালবাসুন। খেলার মধ্যে দিয়ে শরীরচর্চাও হয়। খেলা উপভোগ করুন’।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Football Tournament: মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই! ম্যাচ দেখতে জনসমুদ্র, কোথায় হচ্ছে জানেন?
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement