Fire : জামাই বিদায়ের আনন্দই কাল হল! ভোজের আয়োজনের মাঝেই দাউদাউ করে আগুন, ভস্মীভূত দুটি বাড়ি

Last Updated:

Fire : বাড়িতে জামাই বিদায় উপলক্ষে রান্না চলছিল, বাড়িতে চলছিল এলাহি খাওয়ার দাওয়ার আয়োজন। কিন্তু মুহুর্তেই কেটে গেল তাল।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : সোমবার ভর দুপুরে হরিহরপাড়ার কেশাইপুরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, হরিহরপাড়া থানার অন্তর্গত কেশাইপুর এলাকার বাসিন্দা মনিরুল শাহর বাড়িতে জামাই বিদায় উপলক্ষে রান্না চলছিল, বাড়িতে চলছিল এলাহি খাওয়ার দাওয়ার আয়োজন। কিন্তু মুহুর্তেই কেটে গেল তাল।
সেই সময় রান্নার উনুন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং পাশের মান্নান শাহর বাড়িতেও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’টি বাড়িতেই আগুনের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
advertisement
advertisement
আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আগুনে সব হারিয়ে দিশেহারা পরিবারগুলি। বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,নগদ টাকা,শস্য,অলঙ্কার ও কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, উনুনের আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় দমকল কেন্দ্র না থাকলেও এলাকার বাসিন্দারা নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায়। আগুনে ক্ষতিগ্রস্থ মান্নান শাহর বাড়ির সদস্যরা জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আমাদের আসবাবপত্র থেকে কাগজপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই। এখন দিশাহারা পরিবারের সদস্যদের মাথায় হাত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire : জামাই বিদায়ের আনন্দই কাল হল! ভোজের আয়োজনের মাঝেই দাউদাউ করে আগুন, ভস্মীভূত দুটি বাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement