Malda News: ২০০ পড়ুয়ার জন্য ছিল না ভবন, ক্লাস হত প্রাথমিক বিদ্যালয়ে! দানের ৪২ শতক জমিতে ফিরল ভাগ্য
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: প্রায় দেড় দশক ধরে ছিল না কোনও ভবন। অস্থায়ীভাবে পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হত পড়ুয়াদের। কিন্তু সমাজসেবীর উদ্যোগে পাওয়া গেল জমি।
মালদহ, জিএম মোমিন: প্রায় দেড় দশক ধরে ছিল না কোনও ভবন। অস্থায়ীভাবে পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হত পড়ুয়াদের। ২০১১ সালে জুনিয়র হাই স্কুল হিসেবে পথ চলা শুরু হলেও ভবন নির্মাণের জন্য জমি না থাকায় সমস্যায় পড়েছিলেন স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা। বাধ্য হয়ে এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার চলত ছাত্র-ছাত্রীদের। এমনই দুর্দশায় ভুগছিল মালদহের রতুয়া ১ ব্লকের বাহিরকাপ জুনিয়র হাই স্কুল।
অবশেষে সেই সমস্যার সমাধান হল এলাকারই এক সমাজসেবীর উদ্যোগে। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য প্রায় ৪২ শতক জমি দান করলেন স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ মতিউরুল হক। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন পড়ুয়া রয়েছে বাহিরকাপ জুনিয়র হাই স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল রবিদাস জানান, “বিগত ১৫ বছর থেকে সমস্যার মধ্য দিয়ে অস্থায়ীভাবে এলাকার বাহিরকাপ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা চলত পড়ুয়াদের।
advertisement
আরও পড়ুন: কালো, নোংরা নর্দমায় দিনরাত চলে খোঁজ, হাঁটু জলে নেমে হয় রান্নার জোগাড়! শিল্পতালুকে কঠিন জীবন সংগ্রাম
advertisement
বর্তমানে স্থানীয় এক সমাজসেবীর উদ্যোগে জমি পাওয়ায় নতুন ভবন নির্মাণ করে স্থায়ীভাবে স্কুল হয়েছে। খুব ভাল লাগছে।” জমি অনুদানকারী মোহাম্মদ মতিউরুল হক জানান, “এলাকায় শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে এমন উদ্যোগ। স্কুল ভবন নির্মাণের জন্য ৪২ শতক জমি দান করেছি। দান করা জমিতেই রাজ্য সরকারের উদ্যোগে স্কুল ভবন নির্মাণ হচ্ছে। শিক্ষার জন্য জমি দান করতে পেরে খুব ভাল লাগছে। আগামীতে এলাকার শিক্ষার ক্ষেত্রে উন্নয়নে সর্বদা সহযোগিতা থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যে আটটি ঘর নির্মাণ হয়েছে স্কুলে। আরও দুটি ঘর নির্মাণ বাকি রয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভবনে শুরু হবে পঠন-পাঠন। এদিন সেই ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণ হওয়াতেই উৎসাহিত এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবকরা। রাজ্য সরকারের এই উদ্যোগ এবং স্থানীয় বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
December 12, 2025 3:38 PM IST









