Survival Story: কালো, নোংরা নর্দমায় দিনরাত চলে খোঁজ, হাঁটু জলে নেমে হয় রান্নার জোগাড়! শিল্পতালুকে কঠিন জীবন সংগ্রাম

Last Updated:

West Bardhaman Survival Story: শিল্পাঞ্চলে শিল্প তালুকের নর্দমা দিয়ে বয়ে যাওয়া কয়লার তরল দিয়েই তৈরি হয় রান্নার জ্বালানি। দিনরাত সংগ্রহ করে বহু দুস্থ পরিবার।

+
কয়লার

কয়লার তরল সংগ্রহ 

দুর্গাপুর,দীপিকা সরকার: শিল্পাঞ্চলের শিল্প তালুকের নর্দমা দিয়ে বয়ে যাওয়া কয়লার তরল বর্জ্যকে কাজে লাগিয়েই জ্বালানির গুল তৈরি করে ব্যবহার করে আসছেন শহরের দুঃস্থ পরিবারগুলি। কয়লার এই তরল বর্জ্য দুর্গাপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কলকাখানার নর্দমা দিয়ে বয়ে যায়। বড় বড় নর্দমার কালো দূষিত জলে নেমে ওই বর্জ্য সংগ্রহ করেন দরিদ্র পরিবারের মহিলা ও পুরুষরা। দূষিত জলের পাশাপাশি বেশ বিপদজনক ওই তরল কয়লা সংগ্রহ করা। নর্দমার কাল জলে থাকে সাপ-খোপ। কিন্তু উপায় কোথায়। বাড়িতে আগুন জ্বলবে কী করে, রান্না হবে কিসে।
দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কাছে তো রান্নার গ্যাস কেনার সাধ্য নেই। কাঠের জ্বালানিতেও বেশ খরচ।তাই বাধ্য হয়েই তাঁরা ওই তরল কয়লা সংগ্রহ করেন। তরল কয়লা প্রথমে শুকিয়ে নেন। তারপরে ওই তরলের সঙ্গে ভাতের ফ্যান ও কাঠের গুড়ো মিশিয়ে লাড্ডুর আকারে গড়ে ফের শুকিয়ে নেন তাঁরা। বেশ পরিশ্রম হয় গুল তৈরি করতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শিল্পাঞ্চলের রাতুরিয়া – অঙ্গদপুর শিল্প তালুকে বেশ কয়েকটি বেসরকারি কারখানায় কয়লা ব্যবহার করা হয়। পাশাপাশি দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও কয়লা ব্যবহার হয়।
advertisement
advertisement
ওই সমস্ত কলকারখানার ব্যবহৃত কয়লার গুঁড়ো ও ধূলো জলের সঙ্গে নর্দমা দিয়ে বয়ে যায়। সেই ভারি কয়লার গুঁড়ো নর্দমায় পলির আকারে মজে থাকে। কারখানা চত্বরের বাইরে নর্দমা থেকে এলাকার মহিলা ও পুরুষরা ওই কয়লার পলি সংগ্রহ করেন। সেটি শুকিয়ে একাধিক প্রক্রিয়াকরণ করে জ্বালানি গুল তৈরি করেন। পাশাপাশি দুর্গাপুরের ১ নম্বর ওয়ার্ড সহ দুর্গাপুর – ফরিদপুর ব্লকের দরিদ্র পরিবার ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ ওই তরল সংগ্রহ করেন কয়লা খনি অঞ্চল থেকে। কলিয়ারিগুলির জলও নর্দমা দিয়ে বয়ে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই খনি অঞ্চলে অধিক পরিমাণে কয়লার পলি মেলে। কয়লার পলি থেকে তৈরি গুলের জ্বালানির মান বেশ ভাল হওয়ায় ওই সমস্ত পরিবারগুলি স্বাছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারেন৷  তবে শিল্পাঞ্চলের কলকারখানা থেকে নির্গত কয়লার তরলের মান খনিঞ্চলের চেয়ে অনেক ভাল মানের বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, কলকারখানার কয়লার তরলের সঙ্গে জ্বালানি তেল মিশে থাকায় গুল উন্নতমানের হয়। জ্বালানির আঁচ ভাল হয়। জীবনের ঝুঁকি নিয়েই যুগ যুগ ধরে তাঁরা ওই তরল কয়লা তথা পলি সংগ্রহ করে আসছেন রান্নার জ্বালানি হিসাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Survival Story: কালো, নোংরা নর্দমায় দিনরাত চলে খোঁজ, হাঁটু জলে নেমে হয় রান্নার জোগাড়! শিল্পতালুকে কঠিন জীবন সংগ্রাম
Next Article
advertisement
Shivraj Patil: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷

  • কংগ্রেস আমলে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন

VIEW MORE
advertisement
advertisement