Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যদিও সৌগত রায়ের পাশে দাঁড়িয়েছেন আর এক তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷
সিগারেটে টান দেওয়া নিয়ে সংসদ চত্বরেই দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ ই সিগারেটের ব্যবহার নিয়ে সংসদে চলতে থাকা বিতর্কের মধ্যেই এই ঘটনা নতুন মাত্রা যোগ করল৷
বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে ধুমপান করছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ৷ তখনই তাঁর ধুমপান করা নিয়ে প্রথমে আপত্তি জানান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তাঁর সঙ্গে যোগ দেন আর এক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷ তখনই দুই মন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল সাংসদকে বলতে শোনা যায়, সংসদের ভিতরে ধুমপান করায় নিষেধ রয়েছে৷ কিন্তু সংসদের বাইরে ধুমপানে কোনও সমস্যা নেই৷
advertisement
ঘটনাচক্রে বৃহস্পতিবারই লোকসভায় সৌগত রায়ের ই সিগারেট খাওয়া নিয়ে অধ্যক্ষ ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর৷ গতকালই ফের সংসদ ভবনের বাইরে সিগারেট খেতে দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে৷ তৃণমূল সাংসদকে সিগারেট খেতে দেখে আপত্তি জানান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তখন সৌগত রায় তাঁকে জানান, সংসদ ভবনের বাইরে সিগারেট খাওয়ায় কোনও বাধা নেই৷
advertisement
advertisement
তৃণমূল সাংসদের এই কথা শুনে আর এক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ‘আপনি জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন দাদা৷’ গিরিরাজ সিং-কে বলতে শোনা যায়, ‘২০১৯ সালে ই সিগারেটকে নিষিদ্ধ করা হয়েছে৷ অনুরাগ ঠাকুর বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছেন৷ একজন সাংসদ যদি সংসদের ভিতরে ই সিগারেট খান, তাহলে তা সংসদের অবমাননা করা৷ এটি খুবই দুর্ভাগ্যজনক৷ তৃণমূল সংসদকে কতটা সম্মান করে, এতেই স্পষ্ট৷’
advertisement
যদিও এই বিষয়টিতে রাজনৈতিক রং লাগাতে নারাজ সৌগত রায়৷ তৃণমূল সাংসদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলব না৷ আমি সংসদে ছিলামও না, কে সিগারেট খেয়েছে জানি না৷ যদি বিধিভঙ্গ হয়ে থাকে তাহলে অধ্যক্ষই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনে শাস্তি দেবেন৷ এর মধ্যে কেন রাজনীতির রং লাগানো হচ্ছে?’
Delhi: Union Minister Giriraj Singh and Gajendra Singh Shekhawat confronted TMC MP Saugata Roy, for smoking pic.twitter.com/qh1m6IGklb
— IANS (@ians_india) December 11, 2025
advertisement
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌগত রায় ফের বলেন, ‘সংসদ চত্বরে আমরা ই সিগারেট খেতেই পারি৷ কিন্তু সংসদ ভবনের ভিতরে খেতে পারি না৷’ সৌগত রায় আরও অভিযোগ করেছেন, দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের প্রসঙ্গ থেকে নজর ঘোরাতেই এখন সংসদে ধুমপান নিয়ে হইচই শুরু করেছেন বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা৷
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের পাল্টা দাবি, ‘একজন সাংসদ হিসেবে সৌগত রায়ের জানা উচিত যে প্রকাশ্যে ধুমপান করা দণ্ডনীয় অপরাধ৷ ওনার এই আচরণে দেশের মানুষের কাছে কী বার্তা যাবে? ওনার এটাও ভাবা উচিত উনি যা করছেন তাতে দিল্লির দূষণ বাড়ছে না কমছে৷’
advertisement
যদিও সৌগত রায়ের পাশে দাঁড়িয়েছেন আর এক তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷ তিনি বলেন, ‘আমি এরকম কয়েকশো সাংসদের নাম বলতে পারি যাঁরা সংসদে সিগারেট খান৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 3:40 PM IST








