Birbhum Police : ওসি নিজেই 'মাঠে' নেমে উদ্ধার করলেন ছাগল! চুরি যাওয়া পোষ্য খুঁজে দিল পুলিশ, বীরভূমে নয়া দৃষ্টান্ত

Last Updated:
Birbhum Police : এবার সাঁইথিয়ার পুলিশ খুঁজে দিল হারানো ছাগল! শুনে অবাক হলেও এটাই এখন আলোচনার বিষয়। দু'টি ছাগল উদ্ধার করে পুলিশ নজির গড়ল বীরভূমে।
1/5
সিউড়ি, বীরভূম,সুদীপ্ত গড়াই: চুরি, ডাকাতি, খুন এসব নিয়ে পুলিশ ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার সাঁইথিয়ার পুলিশ খুঁজে দিল হারানো ছাগল! শুনে অবাক হলেও এটাই এখন আলোচনার বিষয়। দু'টি ছাগল উদ্ধার করে পুলিশ নজির গড়ল বীরভূমে।
চুরি, ডাকাতি, খুন এসব নিয়ে পুলিশ ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার সাঁইথিয়ার পুলিশ খুঁজে দিল হারানো ছাগল! শুনে অবাক হলেও এটাই এখন আলোচনার বিষয়। দু'টি ছাগল উদ্ধার করে পুলিশ নজির গড়ল বীরভূমে। (ছবি ও তথ্য - সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
গত মাসে সাঁইথিয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি ঘোষের দু'টি পোষ্য ছাগল চুরি হয়ে যায়। মন খারাপ হয়ে যায় বাপির। তবু আশায় বুক বেঁধে থানায় গিয়ে মৌখিকভাবে জানান বিষয়টি। পুলিশের হাতে দেন নিজের মোবাইল নম্বর। পরের দিনই থানার ফোন, তার ছাগল পাওয়া গেছে! থানায় গিয়ে নিজের ছাগলকে ফিরে পেয়ে বাপির চোখে জল, মুখে হাসি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
গত মাসে সাঁইথিয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি ঘোষের দু'টি পোষ্য ছাগল চুরি হয়ে যায়। মন খারাপ হয়ে যায় বাপির। তবু আশায় বুক বেঁধে থানায় গিয়ে মৌখিকভাবে জানান বিষয়টি। পুলিশের হাতে দেন নিজের মোবাইল নম্বর। পরের দিনই থানার ফোন, তার ছাগল পাওয়া গিয়েছে! থানায় গিয়ে নিজের ছাগলকে ফিরে পেয়ে বাপির চোখে জল, মুখে হাসি।
advertisement
3/5
দিন কয়েক আগে কুস্তর গ্রামের কৃষক কৃষ্ণ দলুইও ছাগল হারিয়ে থানায় হাজির হন। প্রথমে পুলিশ ভেবেছিল শিশু নিখোঁজ হয়েছে! পরে জানা যায়, হারিয়েছে তার প্রিয় ছাগল। ওসি নিজে উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করেন। আশ্রম মোড় থেকে ছাগলটি উদ্ধার করে ২৪ ঘণ্টার মধ্যে কৃষ্ণবাবুর হাতে তুলে দেয় পুলিশ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
অন্যদিকে  দিন কয়েক আগে কুস্তর গ্রামের অন্য এক কৃষক কৃষ্ণ দলুই ছাগল হারিয়ে থানায় হাজির হন। প্রথমে পুলিশ ভেবেছিল শিশু নিখোঁজ হয়েছে! পরে জানা যায়, হারিয়েছে তার প্রিয় ছাগল। ওসি নিজে উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করেন। আশ্রম মোড় থেকে ছাগলটি উদ্ধার করে ২৪ ঘণ্টার মধ্যে কৃষ্ণবাবুর হাতে তুলে দেয় পুলিশ।
advertisement
4/5
জেলা পুলিশের এক আধিকারিক জানান,
জেলা পুলিশের এক আধিকারিক জানান, "শুধু চুরি, ডাকাতি বা খুন নয়, সাধারণ মানুষের যেকোন অসুবিধায় সাহায্য করা আমাদের কর্তব্য।" পুলিশি মানবিকতার এমন দৃষ্টান্তে খুশি সাধারণ মানুষও।
advertisement
5/5
পুরো ঘটনাই এখন সাঁইথিয়া জুড়ে হাসির গল্প। চায়ের আড্ডায়, হাটে-বাজারে সবাই বলছে,
পুরো ঘটনায় এখন সাঁইথিয়া জুড়ে হাসির গল্প। চায়ের আড্ডায়, হাটে-বাজারে সবাই বলছে, "এমন পুলিশ থাকলে ছাগলও নিশ্চিন্তে ঘাস খেতে পারে!" ছাগল উদ্ধারের এই মিশন এখন বীরভূমের সবচেয়ে মজার খবর। <strong>(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)</strong>
advertisement
advertisement
advertisement