'শনির দশা' কোনও প্রভাব ফেলে না এই চার রাশির জীবনে! কাদের দু'হাত দিয়ে আগলে রাখেন সূর্যপুত্র? জেনে নিন শনিদেবের প্রিয় চার রাশি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষীশাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা হয়েছে। এই সমস্ত রাশির জাতক/জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি তাদের প্রভাবিত করে না। এই জন্য শনির সাড়েসাতি বা ধাইয়া প্রকোপে এদের পড়তে হয় না। জেনে নিন কোন কোন রাশির শনিদেবের আশীর্বাদ রয়েছে।
কর্মফলের এবং ন্যায়ের দেবতা শনি প্রত্যেক মানুষের জীবনে কর্ম অনুসারে ফলপ্রদান করে থাকেন। তিনি যেমন ভাল কাজ করলে ভাল ফল প্রদান করেন তেমনই যদি কোনও ব্যক্তি কোনও খারাপ কাজ করেন তাহলে এইরকম ব্যক্তিকে শাস্তি প্রদান করে থাকেন। প্রতিটি মানুষের জীবনে একবার শনির সাড়ে সাতি এবং ধাইয়ার মুখোমুখি হতে হয়। কোনও ব্যক্তির উপর শনির কু-নজর পড়ে তাহলে তাঁর শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যায় পড়তে হয়।
advertisement
advertisement
advertisement
বৃষশুক্র দ্বারা শাসিত বৃষ রাশি শনিদেবের আরও একটি বন্ধু রাশি। এই রাশির জাতক/জাতিকারা ঐশ্বরিক আশীর্বাদের কারণে একটি বিলাসবহুল জীবন, আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্য উপভোগ করেন। শনিদেব বৃষ রাশির জাতক/জাতিকাদের সম্পদ, আরাম, এবং সমৃদ্ধি প্রদান করে থাকেন। এছাড়াও অনেক সময়ে এঁরা আর্থিক সঙ্কট বা জীবনে সমস্যায় পড়ে। কিন্তু, কঠোর পরিশ্রমে সহজেই তাঁরা জীবনে সফলতা আনে।
advertisement
advertisement
advertisement











