Bankura News: বাঁকুড়া থেকে কলকাতা, শিলিগুড়ি, কখন-ক'টায় ছাড়ে প্রথম বাস, দেখে নিন SBSTC-র টাইম টেবিল

Last Updated:
Bankura News: বাঁকুড়া বাসডিপো ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে বাস ছাড়ে—কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটিসেন্টার ও শিলিগুড়ি-সহ বহু গন্তব্যে নির্দিষ্ট সময়সূচি।
1/6
ভোরের প্রথম আলো যখন পুরোপুরি ফোটেনা, কিন্তু বাঁকুড়া বাসডিপো তখনই জীবন্ত হয়ে উঠেছে। প্রতিদিনের মতো দেখা যায় ডিপোর ভেতর কর্মীদের ব্যস্ততা, যাত্রীদের হাঁটাচলা আর বাসের ইঞ্জিনের শব্দ মিলেমিশে এক আলাদা অনুভূতি তৈরি করে। এই পরিবেশের মধ্যেই দাঁড়িয়ে কলকাতাগামী অফিসকর্মী। তার প্রতিদিনের ভরসা সেই ৫:০০ টার কলকাতা বাস, যার ব্রিজার টাইম ৫:১৫। একই সময়ে ৫:১৫/৫:৩০–এ করুণাময়ী (A.C) ও মালদাগামী বাস ছেড়ে যায়। আর যারা একটু দেরিতে ওঠে, তাদের জন্য রয়েছে ৫:৪৫/৬:০৫–এর আরেকটি কলকাতা–আরামবাগ রুটের বাস।
ভোরের প্রথম আলো যখন পুরোপুরি ফোটেনা, কিন্তু বাঁকুড়া বাসডিপো তখনই জীবন্ত হয়ে উঠেছে। প্রতিদিনের মত দেখা যায় ডিপোর ভেতর কর্মীদের ব্যস্ততা, যাত্রীদের হাঁটাচলা আর বাসের ইঞ্জিনের শব্দ মিলেমিশে এক আলাদা অনুভূতি তৈরি করে। এই পরিবেশের মধ্যেই দাঁড়িয়ে কলকাতাগামী অফিসকর্মী। তার প্রতিদিনের ভরসা সেই ৫:০০ টার কলকাতা বাস, যার ব্রিজার টাইম ৫:১৫। একই সময়ে ৫:১৫/৫:৩০–এ করুণাময়ী (A.C) ও মালদাগামী বাস ছেড়ে যায়। আর যারা একটু দেরিতে ওঠে, তাদের জন্য রয়েছে ৫:৪৫/৬:০৫–এর আরেকটি কলকাতা–আরামবাগ রুটের বাস। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
ওদিকে শিল্পাঞ্চল ও আশপাশের শহরমুখী মানুষের ভিড় জমতে থাকে একটু পর থেকেই। ৬:১৫–এ রায়গঞ্জ, ৬:২৫–এ চিত্ররঞ্জন ও ৬:৪০–এ দুর্গাপুরগামী বাস ছাড়ে। চাকুরীজীবী থেকে ছাত্রছাত্রী প্রতিদিনের মত ৬:৪০-এর বাস ধরতে ছোটে। সকাল আরও জমজমাট হয়ে ওঠে যখন ৭:০৫ ও ৭:১৫–এর সিটিসেন্টার ও দুর্গাপুরগামী বাস ভরে ওঠে ছাত্রছাত্রী আর চাকুরিজীবীদের ভিড়ে। এর পরপরই ৭:৩০–এ করুণাময়ী ও ৭:৪০–এ দুর্গাপুর (A.C) বাস রওনা দেয়।
ওদিকে শিল্পাঞ্চল ও আশপাশের শহরমুখী মানুষের ভিড় জমতে থাকে একটু পর থেকেই। ৬:১৫–এ রায়গঞ্জ, ৬:২৫–এ চিত্ররঞ্জন ও ৬:৪০–এ দুর্গাপুরগামী বাস ছাড়ে। চাকুরীজীবী থেকে ছাত্রছাত্রী প্রতিদিনের মত ৬:৪০-এর বাস ধরতে ছোটে। সকাল আরও জমজমাট হয়ে ওঠে যখন ৭:০৫ ও ৭:১৫–এর সিটিসেন্টার ও দুর্গাপুরগামী বাস ভরে ওঠে ছাত্রছাত্রী আর চাকুরিজীবীদের ভিড়ে। এর পরপরই ৭:৩০–এ করুণাময়ী ও ৭:৪০–এ দুর্গাপুর (A.C) বাস রওনা দেয়।
advertisement
3/6
সকাল পেরিয়ে দুপুরের দিকে ডিপোতে নতুন ছন্দ তৈরি হয়। করুণাময়ীর দ্রুত রুটগুলির মধ্যে NH রুট সবচেয়ে জনপ্রিয়। ১২:০০ (NH 1), ১৩:০০ (NH 2) এবং ১৪:১৫ (NH 3)–এ তিনটি বাস পরপর ছাড়ে। এই বাসগুলোতে দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে ভরসা রাখেন, কারণ যাত্রাপথ দ্রুত ও আরামদায়ক।
সকাল পেরিয়ে দুপুরের দিকে ডিপোতে নতুন ছন্দ তৈরি হয়। করুণাময়ীর দ্রুত রুটগুলির মধ্যে NH রুট সবচেয়ে জনপ্রিয়। ১২:০০ (NH 1), ১৩:০০ (NH 2) এবং ১৪:১৫ (NH 3)–এ তিনটি বাস পরপর ছাড়ে। এই বাসগুলোতে দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে ভরসা রাখেন, কারণ যাত্রাপথ দ্রুত ও আরামদায়ক।
advertisement
4/6
বিকেল নামতেই ডিপোর শব্দ একটু কমে এলেও ব্যস্ততা থামে না। ১৫:১৫ ও ১৬:৩০–এ দুর্গাপুর, ১৫:২০–এ করুণাময়ী (A.C) এবং ১৬:০০–এ আরও একটি A.C বাস যাত্রা শুরু করে। দিনের শেষে আসে সবচেয়ে দীর্ঘ রুট—১৭:০০–র শিলিগুড়িগামী বাস, যার ব্রিজার টাইম ১৭:১৫।
বিকেল নামতেই ডিপোর শব্দ একটু কমে এলেও ব্যস্ততা থামে না। ১৫:১৫ ও ১৬:৩০–এ দুর্গাপুর, ১৫:২০–এ করুণাময়ী (A.C) এবং ১৬:০০–এ আরও একটি A.C বাস যাত্রা শুরু করে। দিনের শেষে আসে সবচেয়ে দীর্ঘ রুট—১৭:০০–র শিলিগুড়িগামী বাস, যার ব্রিজার টাইম ১৭:১৫।
advertisement
5/6
এভাবে ভোর থেকে রাত পর্যন্ত বাঁকুড়া ডিপো একটানা যাত্রীদের সেবা দিয়ে যায়। প্রতিটি সময়, প্রতিটি রুট যেন এক একটি গল্প—যেখানে হাজারো মানুষের জীবনযাত্রা প্রতিদিন নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলে।
এভাবে ভোর থেকে রাত পর্যন্ত বাঁকুড়া ডিপো একটানা যাত্রীদের সেবা দিয়ে যায়। প্রতিটি সময়, প্রতিটি রুট যেন এক একটি গল্প—যেখানে হাজারও মানুষের জীবনযাত্রা প্রতিদিন নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলে।
advertisement
6/6
বাঁকুড়া বাসডিপো ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে বাস ছাড়ে—কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটিসেন্টার ও শিলিগুড়ি সহ বহু গন্তব্যে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিষেবা পাওয়া যায়। যাত্রীদের সুবিধা, দ্রুত NH রুট ও A.C বাস মিলিয়ে ডিপোটি অঞ্চলের গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র।
বাঁকুড়া বাসডিপো ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে বাস ছাড়ে—কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটিসেন্টার ও শিলিগুড়ি -সহ বহু গন্তব্যে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিষেবা পাওয়া যায়। যাত্রীদের সুবিধা, দ্রুত NH রুট ও A.C বাস মিলিয়ে ডিপোটি অঞ্চলের গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র।
advertisement
advertisement
advertisement