Bankura News: বাঁকুড়া থেকে কলকাতা, শিলিগুড়ি, কখন-ক'টায় ছাড়ে প্রথম বাস, দেখে নিন SBSTC-র টাইম টেবিল
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Bankura News: বাঁকুড়া বাসডিপো ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে বাস ছাড়ে—কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটিসেন্টার ও শিলিগুড়ি-সহ বহু গন্তব্যে নির্দিষ্ট সময়সূচি।
ভোরের প্রথম আলো যখন পুরোপুরি ফোটেনা, কিন্তু বাঁকুড়া বাসডিপো তখনই জীবন্ত হয়ে উঠেছে। প্রতিদিনের মত দেখা যায় ডিপোর ভেতর কর্মীদের ব্যস্ততা, যাত্রীদের হাঁটাচলা আর বাসের ইঞ্জিনের শব্দ মিলেমিশে এক আলাদা অনুভূতি তৈরি করে। এই পরিবেশের মধ্যেই দাঁড়িয়ে কলকাতাগামী অফিসকর্মী। তার প্রতিদিনের ভরসা সেই ৫:০০ টার কলকাতা বাস, যার ব্রিজার টাইম ৫:১৫। একই সময়ে ৫:১৫/৫:৩০–এ করুণাময়ী (A.C) ও মালদাগামী বাস ছেড়ে যায়। আর যারা একটু দেরিতে ওঠে, তাদের জন্য রয়েছে ৫:৪৫/৬:০৫–এর আরেকটি কলকাতা–আরামবাগ রুটের বাস। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
ওদিকে শিল্পাঞ্চল ও আশপাশের শহরমুখী মানুষের ভিড় জমতে থাকে একটু পর থেকেই। ৬:১৫–এ রায়গঞ্জ, ৬:২৫–এ চিত্ররঞ্জন ও ৬:৪০–এ দুর্গাপুরগামী বাস ছাড়ে। চাকুরীজীবী থেকে ছাত্রছাত্রী প্রতিদিনের মত ৬:৪০-এর বাস ধরতে ছোটে। সকাল আরও জমজমাট হয়ে ওঠে যখন ৭:০৫ ও ৭:১৫–এর সিটিসেন্টার ও দুর্গাপুরগামী বাস ভরে ওঠে ছাত্রছাত্রী আর চাকুরিজীবীদের ভিড়ে। এর পরপরই ৭:৩০–এ করুণাময়ী ও ৭:৪০–এ দুর্গাপুর (A.C) বাস রওনা দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement









