Mamata Banerjee at Sandeshkhali: মমতার মন্তব্যে এল সেই 'পিঠেপুলি'! সন্দেশখালির 'টাকার খেলা' বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! বিরাট চমক

Last Updated:

Mamata Banerjee at Sandeshkhali: মমতা বলেন, 'কি মা বোনেরা পিঠেপুলি হচ্ছে? পৌষ পার্বণ হচ্ছে। দুষ্ট লোকেদের খপ্পরে পড়বেন না।'

সন্দেশখালি থেকে মমতার বার্তা
সন্দেশখালি থেকে মমতার বার্তা
সন্দেশখালি: এই সন্দেশখালিতেই মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর নামে নির্যাতনের অভিযোগ উঠেছিল। ঘটনার জেরে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। মহিলারা পথে নেমে প্রতিবাদ করেছিলেন। সেই সন্দেশখালি থেকেই এবার মহিলাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘কি মা বোনেরা পিঠেপুলি হচ্ছে? পৌষ পার্বণ হচ্ছে। দুষ্ট লোকেদের খপ্পরে পড়বেন না। মেয়েদের বলছি কেউ ডাকলে আর চলে যাবেন না। দেখলেন তো এখানে কী হয়েছিল। আমি জানি অনেক টাকার খেলা হয়েছিল। মিথ্যা বেশি দিন চলে না। একদিন না একদিন সত্যি প্রকাশ পায়।’
আরও পড়ুন: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এগিয়ে চলুন। এগিয়ে যান। ভয় পাবেন না। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে। তারা আজ বড় বড় কথা বলছে। এদের কথায় ভুলবেন না। মনে রাখবেন সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে তা এক সেকেন্ডের মধ্যে আমার কাছে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারি করি।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘নতুন’ বাংলাদেশে ছাড় পেলেন না রবীন্দ্রনাথও! এই জায়গা থেকে মুছে গেল কবিগুরুর নাম, শুনে বুক কেঁপে উঠবে!
মুখ্যমন্ত্রী আশাবাদী হয়ে বলেন, ‘আমি শুনতে চাই একটা মেয়ে সন্দেশখালি থেকে মাধ্যমিকে, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে। আমি শুনতে চাই সন্দেশখালি থেকে একটা মেয়ে ডাক্তার হয়েছে। ডাক্তার হয়ে কোনো টাকা কামানো নয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee at Sandeshkhali: মমতার মন্তব্যে এল সেই 'পিঠেপুলি'! সন্দেশখালির 'টাকার খেলা' বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! বিরাট চমক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement