এসআইআর প্রসঙ্গে বিএলওদের জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর, দেখুন ভিডিও

Last Updated : কলকাতা
বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR। এই প্রেক্ষিতে বাংলার BLO-দের জন্য কড়া হুঁশিয়ারি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, BLO-রা যদি কোনও ‘দাদাদিদির’ কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে। এসআইআর ইস্যু নিয়ে তৃণমূল নেতাদের আক্রমণের জবাবে সরাসরি পাল্টা আক্রমণে BJP নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০২ সালে ‘ওনার ভোটার লিস্টে’ নাম ছিল—এবং CAA বা অন্যান্য কোনও ষড়যন্ত্রের গল্পগুলো মিথ্যাচার মাত্র”। শুভেন্দু আশঙ্কা উড়িয়ে দিয়ে সতর্ক করে বলেন, “এসআইআর করাতে দেব না বলে যারা বলছিল, পিসি-ভাইপো—এরা দু’জনেই এমন কথা বলছে। এসআইআর চালু হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে।”
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
এসআইআর প্রসঙ্গে বিএলওদের জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর, দেখুন ভিডিও
advertisement
advertisement