Virat Kohli : 'সচিন নাকি বিরাট, ওয়ানডে ক্রিকেটে কে সেরা আপনার চোখে?', গাভাসকর যে উত্তরটা দিলেন, শুনে অবাক হতে পারেন

Last Updated:

Sunil Gavaskar On Virat Kohli : আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি আছে সচিনের নামের পাশে। তিনি টেস্টে করেছেন ৫১টি সেঞ্চুরি। এতদিন পর্যন্ত ক্রিকেটের যে কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

News18
News18
করাচি : সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটারদের ক্রমতালিকা তৈরি করা হলে হয়তো এভাবেই হতে পারে! তবে অনেকে বলবেন, আরও অনেক অনেক নাম থাকবে সেই তালিকায়। অবশ্যই থাকবে। তবে রেকর্ড-বুক যে কথা বলে সেটা শুনলে এই তিনজনকে রাখতে হবে সবার আগে।
ভারতীয় ক্রিকেটের ব্যাটন বয়েছেন তাঁরা। কোহলি তো এখনও বইছেন। তবে টি২০ আর টেস্ট ক্রিকেটে আর দেশের হয়ে পারফর্ম করার দায় তাঁর নেই। অবসর নিয়েছেন কোহলি, এই দুই ফরম্যাট থেকে। কিন্তু একদিনের ক্রিকেট তো আছে। সেখানেই না হয় কিং হয়েই থাকবেন কোহলি! কিং হয়ে যে থাকবেন, সেটা কোহলি বুঝিয়েও দিলেন রাঁচিতে।
advertisement
এখন প্রশ্ন হল, বাকি যে দুই মহাতারকার থেকে ভারতীয় ক্রিকেটের ব্যাটন এসে পৌঁছেছে কোহলির হাতে, তাঁরা বিরাট সম্পর্কে কী ভাবেন! সচিন যেমন বহু আগেই বলে দিয়েছেন, কোহলিতে তিনি মুগ্ধ। কিন্তু সুনীল গাভাসকর কী ভাবেন কোহলিকে নিয়ে!
advertisement
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি আছে সচিনের নামের পাশে। তিনি টেস্টে করেছেন ৫১টি সেঞ্চুরি। এতদিন পর্যন্ত ক্রিকেটের যে কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।
advertisement
রবিবার আন্তর্জাতিক ওয়ানডে-তে ৫২তম সেঞ্চুরি হাঁকালেন ‘কিং কোহলি’। আর তার পর প্রশ্নটা এল গাভাসকরের সামনে। সচিন আর কোহলির মধ্যে তিনি কাকে সেরা বলে মনে করেন? সানি গাভাসকর বলে গেলেন, ”সচিনের ৫১টা সেঞ্চুরি ছিল ওয়ানডেতে। এবার কেউ সেই রেকর্ড ছাপিয়ে গেলে বুঝে নিতে হবে সেই ক্রিকেটার আসলে কোন জায়গায় আছে! কোহলির সঙ্গে বা বিরুদ্ধে যারা খেলছে, তারা সবাই জানে বিরাটের ক্লাস সম্পর্কে। ওয়ানডে ক্রিকেটে ও সবার সেরা।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : 'সচিন নাকি বিরাট, ওয়ানডে ক্রিকেটে কে সেরা আপনার চোখে?', গাভাসকর যে উত্তরটা দিলেন, শুনে অবাক হতে পারেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement