Bangladesh: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশ থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ৯৫ জন ভারতীয়। তাঁরা কারা জানেন?
কলকাতা: জেলবন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে আটক কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তিও।
আরও পড়ুন: ঠান্ডা কি আর পড়বে না? শীতের কনকনে হাওয়া গেল কোথায়? আবহাওয়ার বড় খবর
প্রসঙ্গত, দু’মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ভারতীয় ৬টি ট্রলার। সেই সময় ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তাঁদের গ্রেফতার করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। মৎস্যজীবীদের একটি সংগঠন সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাঁদের ঘরে ফেরাতে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে আনে সংগঠন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘নতুন’ বাংলাদেশে ছাড় পেলেন না রবীন্দ্রনাথও! এই জায়গা থেকে মুছে গেল কবিগুরুর নাম, শুনে বুক কেঁপে উঠবে!
গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছয় ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 1:57 PM IST