Suvendu Adhikari: BLO-রা যদি কোনও 'দাদাদিদির' কথা মতো চলেন, তাহলে জেলে যেতে হবে! হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR। এই প্রেক্ষিতে বাংলার BLO-দের জন্য কড়া হুঁশিয়ারি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, BLO-রা যদি কোনও 'দাদাদিদির' কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে।

" BLO-রা যদি কোনও 'দাদাদিদির' কথা মতো চলেন, তাহলে জেলে যেতে হবে "- হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর 
" BLO-রা যদি কোনও 'দাদাদিদির' কথা মতো চলেন, তাহলে জেলে যেতে হবে "- হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর 
কলকাতা: বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR। এই প্রেক্ষিতে বাংলার BLO-দের জন্য কড়া হুঁশিয়ারি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, BLO-রা যদি কোনও ‘দাদাদিদির’ কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে।
এসআইআর ইস্যু নিয়ে তৃণমূল নেতাদের আক্রমণের জবাবে সরাসরি পাল্টা আক্রমণে BJP নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০২ সালে ‘ওনার ভোটার লিস্টে’ নাম ছিল—এবং CAA বা অন্যান্য কোনও ষড়যন্ত্রের গল্পগুলো মিথ্যাচার মাত্র”। শুভেন্দু আশঙ্কা উড়িয়ে দিয়ে সতর্ক করে বলেন, “এসআইআর করাতে দেব না বলে যারা বলছিল, পিসি-ভাইপো—এরা দু’জনেই এমন কথা বলছে। এসআইআর চালু হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে।”
advertisement
advertisement
BLO-দের রাজনৈতিক প্রভাবের কাছে নতিস্বীকার না করে নির্বাচন কমিশনের নির্দেশ মানার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, বিহারে ৫২ জন বিএলও এখনও জেলে আছেন। এটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে এই রাজ্যের বিএলওদের সতর্ক করেন তিনি। “আপনারা যতই প্রভাব দেখান না কেন, আমরা আছি। বিএলওরা যদি কেউ নির্বাচন কমিশনের নির্দেশ না মানেন, তাঁদের পরিণতিও বিহারের বিএলওদের মতোই হবে,” বলেন শুভেন্দু।
advertisement
বিএলওদের সতর্ক করে শুভেন্দু অধিকারী আরও বলেন, “বিএলওরা কোনও পার্টি বা কোনও দাদা-দিদির কথা শুনবেন না, নির্বাচন কমিশনের কথা মানবেন। কমিশনের নির্দেশ না মানলে ফল আপনি দেখবেন। আপনার মনে হতে পারে বিহারের পুলিশ নীতীশ কুমারের নিয়ন্ত্রণে ছিল, তাই BLO-রা জেলে গেছেন—কিন্তু এখানকার পুলিশও বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি তারা না নেয়, আমরা সর্বভারতীয় রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা করব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: BLO-রা যদি কোনও 'দাদাদিদির' কথা মতো চলেন, তাহলে জেলে যেতে হবে! হুঁশিয়ারি শুভেন্দুর
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement