West Medinipur News: একবার ঢুকলে বেরোতে মন চাইবে না! রেলশহরে জমজমাট তিব্বত মার্কেট, সুলভ দামে নিত্যনতুন উইন্টার কালেকশন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: এই মার্কেটে দার্জিলিং, নেপাল, ভুটান, দেরাদুন থেকে বহু বিক্রেতা এসেছেন। সুলভ মূল্যে বিক্রি করছেন শীতের নানা পোশাক। দারুণ কোয়ালিটির সঙ্গে নিত্যনতুন ডিজাইনের বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে। দাম কেমন জেনে নিন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ শুধুমাত্র শীতের সময় এই দোকানগুলিতে বিক্রি। তবে এরা কেউ স্থানীয় নন। কেউ এসেছেন সিকিম থেকে, কেউ নেপাল, কেউ আবার ভুটান থেকে। বেশিরভাগই উত্তরের রাজ্যের মানুষ। অনেকে আবার দার্জিলিং থেকেও এসেছেন। প্রত্যেকের কাছেই ছোট থেকে বৃদ্ধ সকলের জন্য বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের রকমারি হুডি, সোয়েটার, টুপি, স্টোল, চাদর কী নেই সেখানে! রয়েছে নানা ভ্যারাইটির শীতের পোশাক। বাচ্চা থেকে বড় সবারই পোশাক মিলছে এই মার্কেটে। প্রায় ৪০ বছর ধরে খড়গপুর শহরের রাবণপোড়া ময়দানে শীতের সময় এই বিক্রেতাদের দেখা মেলে। শীতকালে রেলশহর খড়গপুরে এসে বিক্রি করেন শীতের পোশাক। কয়েক মাস কাটিয়ে জানুয়ারির শেষের দিকে আবার ফিরে যান নিজেদের গন্তব্যে।
এই বছরও অন্যথা হয়নি। শীত পড়তেই এখানে দোকান বসেছে। প্রতি বছর বিভিন্ন রাজ্য থেকে এখানে বহু বিক্রেতা আসেন, স্টল দিয়ে বিক্রি হয় শীতের পোশাক। এলাকায় একাধিক শপিং মল, বড় বড় দোকান থাকলেও এই মার্কেট থেকেই প্রতিদিন হাজার হাজার টাকার শীতের পোশাক বিক্রি করেন বিক্রেতারা। এবারও খড়গপুর শহরের রাবণপোড়া মাঠে বসেছে তিব্বত মার্কেট। খড়গপুর এবং পার্শ্ববর্তী এলাকায় যা ভুটিয়া মার্কেট নামে পরিচিত।
advertisement
আরও পড়ুনঃ ফুল চাষিদের পোয়া বারো! চালু হচ্ছে রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর, নামমাত্র খরচে ফুল রেখে বাড়বে লাভের পরিমাণ
প্রায় বেশ কয়েক দশক ধরেই খড়গপুর শহরে শীতের সময় মূলত ব্যবসার জন্য বিক্রেতারা উপস্থিত হন। স্টল সাজিয়ে রীতিমত উইন্টার কালেকশনের মার্কেট গড়ে তোলেন তাঁরা। এই বছরও দার্জিলিং, নেপাল, ভুটান, দেরাদুন থেকে বহু বিক্রেতা এসেছেন। সুলভ মূল্যে বিক্রি করছেন শীতের নানা পোশাক। প্রতিদিনই বেশ ভাল ভিড় জমছে। দারুণ কোয়ালিটির সঙ্গে নিত্যনতুন ডিজাইনের বিভিন্ন শীতের পোশাক নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এখানে শীতের নানা পোশাক পাওয়া যাবে। বিভিন্ন জিনিসের দাম সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ প্রায় তিন হাজার টাকা পর্যন্ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরে একাধিক জায়গায় বড় বড় শপিং মল, দোকান থাকলেও বছরের এই তিন মাস ভুটিয়াদের ভাল বিক্রি হয়। নিত্যনতুন ডিজাইনের শীতের পোশাক কিনতে ভিড় জমান খড়গপুরের মানুষ। দূরদূরান্ত থেকেও অনেক মানুষ তাঁদের কাছে ছুটে আসেন। স্বাভাবিকভাবে খড়গপুরের মানুষের কাছে এক পরিচিত নাম ভুটিয়া মার্কেট, ব্যবসায়িক ভাষায় যা পরিচিত তিব্বত মার্কেট হিসেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Nov 27, 2025 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: একবার ঢুকলে বেরোতে মন চাইবে না! রেলশহরে জমজমাট তিব্বত মার্কেট, সুলভ দামে নিত্যনতুন উইন্টার কালেকশন








