Amit Shah on Assembly Election: ২০২৬-এ বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে? নিউজ১৮-এ ঘোষণা করে দিলেন অমিত শাহ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে নিউজ১৮ বাংলায় বার্তা দিলেন অমিত শাহ। ২০২৫-এ বিহার, ২০২৬-এ বাংলা, দুই রাজ্য নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে অনেক দিন ধরেই এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এসআইআরও হচ্ছে রাজ্যে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে নিউজ১৮ বাংলায় বার্তা দিলেন অমিত শাহ। ২০২৫-এ বিহার, ২০২৬-এ বাংলা, দুই রাজ্য নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে অনেক দিন ধরেই এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এসআইআরও হচ্ছে রাজ্যে। এবার ২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কে তা-ও জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে জানতে চাওয়া হয় বাংলায় কি মোদিকেই মুখ করে বিজেপি লড়বে না কি অন্য কাউকে সামনে রেখে ভোট লড়বে বিজেপি? জবাবে অমিত শাহ বলেন, “সবাই এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত, বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথা ভাবা যাবে“।
advertisement
পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। তিনি বলেন, বাংলায় বিজেপি ৪টি আসন থেকে ৭৭টি আসন পেয়েছে। শতাব্দীপ্রাচীন কংগ্রেস ০, ৩৪ বছর রাজত্ব করা সিপিএমও শূন্য। তাই বিজেপি ইতিমধ্যেই জমি তৈরি করেছে বাংলায়। এবারের ভোটে বিজেপি বাংলায় অবশ্যই জিতবে“।
advertisement
বিহারে বিধানসভা ভোট নিয়ে মহাগঠবন্ধনের কাছে কড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। এরপরেই বাংলায় এসআইআর নিয়ে সরগরম রাজনৈতিক মহল। একদিকে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক, পাশাপাশি অবৈধ ভোটারদের নাম বাদ দিতে আক্রমণও করেছেন শুভেন্দু।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 11:34 PM IST

