Agriculture News: দিন নয়, এবার কয়েক ঘণ্টাতেই শুকিয়ে যাচ্ছে ধান! একটি মেশিনেই কামাল, এখন কৃষকদের 'চোখের মণি'

Last Updated:

West Medinipur Agriculture News: ধান শুকনো করার মুশকিল আসান। কয়েকঘণ্টাতেই হচ্ছে কাজ। পশ্চিম মেদিনীপুরে বিশেষ মেশিনে হচ্ছে কাজ।

+
ধান

ধান শুকনো করার মেশিন

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ধান চাষের জন্য বিখ্যাত মেদিনীপুর। জেলার অধিকাংশ কৃষকের আয় রোজগারের উৎস এই ধান চাষ। বছরে কমপক্ষে দুবার এই ধান চাষ করেন জেলার কৃষকরা। তবে পরিবেশের খামখেয়ালিপনার কারণে বৃষ্টিতে ধান নষ্ট হয়। শুধু তাই নয় বর্ষার সময় কিংবা এই শীতের মরশুমে ধান তোলা হলেও ধান শুকাতে বেশ বেগ পেতে হয় কৃষকদের।
অন্যদিকে চাষের কাজের জন্য কর্মী বা মজুরের অভাব থাকায় বেশ সমস্যায় পড়তে হয় সকল কৃষকদের। তবে এসবের মুশকিল আসান শুধুমাত্র কয়েক মিনিটে। প্রয়োজন নেই দু-তিন দিন রোদে ধান শুকানোর। মাত্র কয়েক ঘন্টায় বেশ কয়েক কুইন্টাল ধান শুকবে সামান্য মেশিনে। খরচও নিতান্তই কম। এবার ঝামেলার দিন শেষ। একই দিনে ধান কাটা এবং ধান শুকানো হবে খুব সহজ। এবার মাঠে ধান মিলিয়ে শুকানো করার প্রয়োজন নেই। মাত্র ১ ঘন্টায় বিশেষ যন্ত্রের মধ্য দিয়ে ধান শুকানো যাবে প্রায় পাঁচ কুইন্টাল মত।
advertisement
advertisement
খরচও প্রতি ঘন্টায় অনেক কম। এবার মেদিনীপুর জেলায় এল এমন এক বিশেষ যন্ত্র। যা বিভিন্ন পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে কৃষকদের দেখিয়ে দিচ্ছেন অপারেটররা। চলছে ধান কাটার মরশুম। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ঠাকুরচক সহ বিভিন্ন জায়গায় ঘুরছে এই বিশেষ মেশিন। খুব ছোট সাইজের এই মেশিনে প্রতি ঘন্টায় পাঁচ কুইন্টাল ধান শুকনো করা হচ্ছে। মূলত, বর্ষাকালে কাঁচা ধান কেটে আনতে হয়। এই সময় ধানে থাকে রস। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন রোদে ফেলে শুকাতে হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রয়োজন হয় লেবারের। গাঁটের কড়ি খরচ করলেও অনেক সময় মুশকিল আসান হয় না কৃষকদের। তবে প্রতি ঘন্টায় এক থেকে দেড়শ টাকা খরচের সেই সমস্যার সমাধান। প্রসঙ্গত ট্রলির মত দেখতে এই বিশেষ মেশিনে নীচে জ্বলছে আগুন। উপরে হলারে ধান ঢেলে দেওয়ার পর নির্দিষ্ট সময়ের ব্যবধানে শুকিয়ে যাচ্ছে ধান। বিশেষ মশ্চারাইজার পরীক্ষা মেশিনে তার পরীক্ষা করছেন অপারেটররা। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিনের পরিশ্রম এবং টাকা খরচের দিন শেষ। হাতের মুঠোয় সমাধান কৃষকদের। এতে খুশি সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: দিন নয়, এবার কয়েক ঘণ্টাতেই শুকিয়ে যাচ্ছে ধান! একটি মেশিনেই কামাল, এখন কৃষকদের 'চোখের মণি'
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?
শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড়?
  • শীতের দাপট রাজ্যে

  • আপাতত নেই নতুন কোনও সিস্টেম

  • বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?

VIEW MORE
advertisement
advertisement