Agriculture News: জঙ্গল লাগোয়া জমিতে ভাল আলু চাষ, তবুও মন খারাপ চাষিদের! আসল কারণ কিন্তু গজরাজ

Last Updated:

West Medinipur Agriculture News: জঙ্গল লাগোয়া জমিতে আলু চাষ ভল হয়, কিন্তু চাষিদের মনে বাড়ে আতঙ্ক। জঙ্গলের একদম পাশেই বিস্তীর্ণ চাষের জমি। এই সময় হাতির দলের তাণ্ডব বাড়তে থাকে রোজই।

+
হাতির

হাতির হানায় আলু চাষে ক্ষতির আশঙ্কা চাষিদের

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: জঙ্গল লাগোয়া জমিতে আলু চাষ ভাল হয় প্রায় প্রতি বছরই। তবে এতে চাষিদের মনে আনন্দের বদলে বাড়তে থাকে আতঙ্ক। গড়বেতা, চন্দ্রকোনার বিভিন্ন অঞ্চলে বিঘের পর বিঘে জমিতে শুরু হয়েছে মরশুমের আলু চাষ। মাটি তৈরি থেকে সার দেওয়া সবকিছু নিয়েই ব্যস্ত কৃষকেরা। এই জমিই তাদের গোটা বছরের প্রধান ভরসা। পরিবারের রোজগার মূলত ভর করে থাকে এই আলুর ওপর। কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই যতটা সহজ, জঙ্গলের হাতির সঙ্গে লড়াই ততটাই কঠিন।
প্রতিবছরই জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল, আর তাতেই সর্বনাশ হয় চাষের। রাত-দিন মাথায় একটাই চিন্তা কবে কোন দিকে থেকে হাতি এসে মাঠ নষ্ট করে দেবে। ফলে জমি আছে, ফসল আছে কিন্তু মনজুড়ে অজানা ভয়। চাষিরা শুধু জমিতে কাজই করেন না, তাদের চোখও রাখতে হয় চারদিকের জঙ্গলে। কারণ অনেক সময় দেখা যায়, বন দফতরের কর্মীরা হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালালেও, হাতি আচমকা ঘুরে এসে ঢুকে পড়ে চাষের জমিতে। ফসলের গন্ধ পেলে হাতিদের থামান দুষ্কর। বনকর্মীরা মশাল জ্বালান থেকে আওয়াজ করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তবুও মাঝে মাঝে হাতির দল প্রবল শক্তিতে নষ্ট করে দেয় আলুর চারা। চাপা পড়ে যায় কৃষকের মাসের পর মাসের পরিশ্রম।
advertisement
advertisement
চন্দ্রকোনা, গড়বেতা, জয়পুর এই পুরো জঙ্গলমহল এলাকায় এখন হাতির গতিবিধি বেড়েছে বলে জানাচ্ছেন বন দফতরের আধিকারিকরা। চাষিদের কথায় স্পষ্ট হয়ে উঠছে তাঁদের দৈনন্দিন সংগ্রাম। এক চাষি দয়াল লোহার বলেন, “এই জমিতে চাষ করেই আমাদের পেট চলে। কিন্তু গড়বেতা থেকে জয়পুর, সব জায়গায় হাতির আনাগোনা চলছে। রাতারাতি ফসল নষ্ট হয়ে যায়, আমাদের প্রচুর ক্ষতি হয়। তাই বন দফতর যদি এই হাতিগুলোকে নিয়মিত নজরে রাখে, তাহলে আমরা অন্তত ফসল ঘরে তুলতে পারব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষির এই আর্তি শুধু একজনের নয়, পুরো এলাকার কৃষকদের অভিন্ন দাবি। প্রকৃতি ও মানুষের সহাবস্থান যতই জরুরি হোক, কিন্তু ফসল নষ্ট হলে সবচেয়ে বড় ধাক্কা সইতে হয় কৃষককেই। সেই কারণেই বন দফতরের প্রতি তাঁদের অনুরোধ হাতি নিয়ন্ত্রণে যেন আরও সক্রিয় ব্যবস্থা নেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: জঙ্গল লাগোয়া জমিতে ভাল আলু চাষ, তবুও মন খারাপ চাষিদের! আসল কারণ কিন্তু গজরাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?
শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড়?
  • শীতের দাপট রাজ্যে

  • আপাতত নেই নতুন কোনও সিস্টেম

  • বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?

VIEW MORE
advertisement
advertisement