Snake: সেন্ট্রাল লাইব্রেরির দখল নিল পূর্ণবয়স্ক গোখরো! হাড়হিম করা দৃশ্যে দিশেহারা কর্মীরা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Snake: বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির দরজা খুলতেই উপস্থিত সকলের চক্ষুচড়ক গাছ, হাড়হিম করা দৃশ্য, উপস্থিত সকলে কি করবেন বুঝেই উঠতে পারছেন না।
advertisement
advertisement
advertisement
লাইব্রেরির ইনচার্জ সুমন্ত্র ভট্টাচার্য বলেন, "আচমকাই আমরা সাপটি দেখতে পেয়ে এস্টেট অফিসারকে খবর দিই। তারপরে বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। বেশ কিছুদিন বন্ধ থাকার জন্য এলাকায় একটু ঝোঁপ জঙ্গল হয়েছে। সঙ্গে বৃষ্টিও সব মিলিয়ে সাপটি কোনভাবে ঢুকে পড়েছিলো। সেই মুহূর্তে কোন ছাত্রছাত্রী অবশ্য ছিলো না। তাই বিপদ ঘটেনি"। Representative Image








