New Picnic Spot: খুব একটা দূরে নয়! প্রকৃতির কোলে ‘চুপি’, ফটো দেখলে এই মরশুমের পিকনিকে বুকিং করেই ফেলবেন

Last Updated:
New Picnic Spot: পিকনিকের জন্য আদর্শ বর্ধমানের এই জায়গা, আসন্ন শীতের মরশুমে যেতে পারেন আপনারাও 
1/5
শুরু হচ্ছে শীতের মরশুম, আর শীত মানেই যেন পিকনিকের মরশুম। বছরের এই সময়টায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব মিলে সবাই মেতে ওঠেন আনন্দে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কোলে একটু বিশ্রাম খুঁজতেই ভিড় জমে নানা প্রান্তে। পূর্ব বর্ধমান জেলাতেও ছড়িয়ে রয়েছে একাধিক মনোরম পিকনিক স্পট, যেখানে প্রতিদিনই দেখা যায় পর্যটকদের আনাগোনা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
শুরু হচ্ছে শীতের মরশুম, আর শীত মানেই যেন পিকনিকের মরশুম। বছরের এই সময়টায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব মিলে সবাই মেতে ওঠেন আনন্দে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কোলে একটু বিশ্রাম খুঁজতেই ভিড় জমে নানা প্রান্তে। পূর্ব বর্ধমান জেলাতেও ছড়িয়ে রয়েছে একাধিক মনোরম পিকনিক স্পট, যেখানে প্রতিদিনই দেখা যায় পর্যটকদের আনাগোনা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
সেই সমস্ত জায়গার মধ্যে অন্যতম আকর্ষণ চুপি পাখিরালয়। পূর্ব বর্ধমান জেলার এই সুন্দর প্রাকৃতিক আবাসস্থল এখন শীতকালীন পিকনিকপ্রেমীদের অন্যতম গন্তব্য। শান্ত পরিবেশ, বিশাল খোলা মাঠ আর চারপাশে সবুজে মোড়া গাছপালা, সব মিলিয়ে এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
সেই সমস্ত জায়গার মধ্যে অন্যতম আকর্ষণ চুপি পাখিরালয়। পূর্ব বর্ধমান জেলার এই সুন্দর প্রাকৃতিক আবাসস্থল এখন শীতকালীন পিকনিকপ্রেমীদের অন্যতম গন্তব্য। শান্ত পরিবেশ, বিশাল খোলা মাঠ আর চারপাশে সবুজে মোড়া গাছপালা, সব মিলিয়ে এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
চুপির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার বিশাল আমবাগান। শীতের সকালে এই আমবাগানের মধ্যে বসে দল বেঁধে পিকনিক করার মজাই আলাদা। পর্যাপ্ত জায়গা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কারণে এখানে একসঙ্গে বহু মানুষ সহজেই পিকনিকের আয়োজন করতে পারেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
চুপির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার বিশাল আমবাগান। শীতের সকালে এই আমবাগানের মধ্যে বসে দল বেঁধে পিকনিক করার মজাই আলাদা। পর্যাপ্ত জায়গা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কারণে এখানে একসঙ্গে বহু মানুষ সহজেই পিকনিকের আয়োজন করতে পারেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
শুধু পিকনিক নয়, ঘোরার জন্যও চুপি আদর্শ জায়গা। এখানেই রয়েছে জনপ্রিয় ছাড়িগঙ্গা, যেখানে নৌকায় চেপে ঘুরে দেখা যায় অসংখ্য পরিযায়ী পাখি। শীতের সকাল বা বিকেলে এখানকার দৃশ্য যেন মন ভরিয়ে দেয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
শুধু পিকনিক নয়, ঘোরার জন্যও চুপি আদর্শ জায়গা। এখানেই রয়েছে জনপ্রিয় ছাড়িগঙ্গা, যেখানে নৌকায় চেপে ঘুরে দেখা যায় অসংখ্য পরিযায়ী পাখি। শীতের সকাল বা বিকেলে এখানকার দৃশ্য যেন মন ভরিয়ে দেয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সব মিলিয়ে চুপি পাখিরালয় শীতের পিকনিক মরশুমে একেবারে উপযুক্ত স্থান। পূর্বস্থলী রেলস্টেশনে নেমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সহজে পৌঁছে যাওয়া যায় এখানে। তাই আসন্ন শীতের দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে চুপি হতে পারে আপনার পিকনিকের সেরা ঠিকানা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
সব মিলিয়ে চুপি পাখিরালয় শীতের পিকনিক মরশুমে একেবারে উপযুক্ত স্থান। পূর্বস্থলী রেলস্টেশনে নেমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সহজে পৌঁছে যাওয়া যায় এখানে। তাই আসন্ন শীতের দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে চুপি হতে পারে আপনার পিকনিকের সেরা ঠিকানা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement