South 24 Parganas News: বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সাব্বির
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মল্লিকপুরের ঘটনা।
বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মল্লিকপুরের ঘটনা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মল্লিকপুর আব্দুস সুকুর হাই স্কুলের সামনে থেকে ‘সাব্বির বেগ’ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আটক করে।
পুলিশ সন্দেহজনক ভাবে ঘোরাফারা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করায় তার কথাতে অসংগতি ধরা পরে। এরপর সাব্বিরকে তল্লাসি করায় তার কাছে থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।সাব্বিরকে নিয়ে আসা হয় বারুইপুর থানায়। পুলিশ সূত্রে খবর বিহারের বিভিন্ন আগ্নেয়াস্ত্রের কার্তুজ সংগ্রহ করেছে তারা। এর সঙ্গে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বিলিতি পাখির প্রদর্শনী বারুইপুরে
advertisement
ধৃতের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। মঙ্গলবার, বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস।
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 11:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সাব্বির