Alipurduar News: সংঘর্ষ বিরতির মাঝেও নির্লজ্জ পাকিস্তানের গোলা বর্ষণ! সেনাদের সুস্থতা, দেশের মঙ্গল কামনায় হাসিমারা গুরুদুয়ারে বিশেষ নাম-গান!

Last Updated:

দেশের মঙ্গল কামনায় হাসিমারা গুরুদুয়ারে চলছে ঈশ্বরের নাম, গান

+
হাসিমারা

হাসিমারা গুরুদুয়ার

আলিপুরদুয়ার: দেশের মঙ্গল কামনায় হাসিমারা বায়ু সেনা ছাউনির সামনে অবস্থিত গুরুদুয়ারে চলছে ঈশ্বরের নাম, গান। বিশেষ এই নাম, গান শুনতে আসছেন এই এলাকার বাসিন্দারা।
দেশে এক যুদ্ধ আবহ চলছে। সংঘর্ষ বিরতির মাঝেও পাকিস্তানের পক্ষ থেকে গোলা বর্ষণ চলছে। ভারতের পক্ষ থেকেও এর জবাব কড়াভাবে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশের সীমান্তে প্রহরীর ন্যায় দাঁড়িয়ে রয়েছেন সেনা জওয়ানরা।
advertisement
advertisement
তাঁদের সুস্থতা কামনা ও দেশের মঙ্গল কামনা করে শুরু হয়েছে বিশেষ নাম, গান। হাসিমারা বায়ুসেনা ছাউনির সামনে অবস্থিত এই গুরুদুয়ারে বছরের বিভিন্ন সময়ে আসেন সেনাদের পরিবারের সদস্যরা। আলিপুরদুয়ার সফরে এলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিক থেকে দেখে হাসিমারা গুরুদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে এমপি সিং জানান, “আমরা দেশের জওয়ানদের বীরত্ব-র গান গাই। তাঁদের শক্তিবৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় পুজো করছি। জওয়ানদের জীবন সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি হাসিমারা বায়ু সেনা ছাউনির সামনে রয়েছি দেখে। তাঁদের জীবন দেশ মায়ের প্রতি সমর্পিত।” এই গুরুদুয়ারে পুজোপাঠের পাশাপাশি লঙ্গর খাওয়ানোর আয়োজন হয়েছে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: সংঘর্ষ বিরতির মাঝেও নির্লজ্জ পাকিস্তানের গোলা বর্ষণ! সেনাদের সুস্থতা, দেশের মঙ্গল কামনায় হাসিমারা গুরুদুয়ারে বিশেষ নাম-গান!
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement