Indian Railways: ভারত-পাক তুমুল সংঘাত আবহেও নিশ্চিন্তে হবে ভ্রমণ! এবার মাঠে নেমে পড়ল রেল
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ভারত-পাক যুদ্ধ আবহে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে রেল বিভাগে
আলিপুরদুয়ার: ভারত-পাক যুদ্ধ আবহে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে রেল বিভাগে। আলিপুরদুয়ার ডিভিশনে কড়াকড়ি করা হয়েছে চেকিং। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির আবহে পুলিশের পক্ষ থেকে আগেই চেকিং শুরু হয়েছিল। এবার রেলের পক্ষ থেকেও শুরু হল চেকিং। আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত প্রতিটি রেল স্টেশনে চলছে চেকিং। ব্যবহার হচ্ছে মেটাল ডিটেক্টর।
আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের থেকে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করছে রেল বিভাগ। দেশের সুরক্ষা, যাত্রী সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্যাসেঞ্জারের পাশাপাশি দূরপাল্লাগামী ট্রেনে চেকিং চালাচ্ছেন রেল পুলিশ। প্রতিটি যাত্রীর ব্যাগ তল্লাশি নেওয়া হচ্ছে। স্টেশনে প্রবেশ এবং বাইরের পথে দাঁড়িয়ে থাকছেন রেল পুলিশ কর্মীরা।
advertisement
advertisement
আলিপুরদুয়ার ডিভিশনের কয়েকটি রেল স্টেশনে র্যাম্প রয়েছে সেগুলি হয়ত এর আগে ব্যবহৃত হয়নি। সেগুলি ব্যবহার যোগ্য করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর যেতে কোন রকমের অসুবিধা না হয় রেলপথ ব্যবহার করতে সে দিকটি দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ, জিআরপি-র সংখ্যা বাড়ানো হয়েছে। আলিপুরদুয়ারের হাসিমারা, নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন সহ বিন্নাগুড়ি স্টেশনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রতিবেশী রাজ্য অসমগামী ট্রেনগুলির ওপর নজরদারি থাকছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, “ক্রস বর্ডার ট্রেনগুলির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। চলছে চেকিং।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 2:46 PM IST
