South Dinajpur News: বিদ্যুৎ চলে গেলে ভরসা মোবাইলের আলো! চরম অবস্থায় কাটছে গ্রামীণ হাসপাতালের রোগী ও আত্মীয়দের

Last Updated:

রাতে বিদ্যুৎ চলে গেলে মোবাইলের আলোয় ভরসা রোগী থেকে চিকিৎসকদের।

+
ব্লক

ব্লক স্বাস্থ্য কেন্দ্র

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই অধিকাংশ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নেই স্থায়ী জেনারেটর সেট। রাতে বিদ্যুৎ চলে গেলে মোবাইলের আলোয় ভরসা রোগী থেকে চিকিৎসকদের। ব্লক হাসপাতালগুলি অবস্থা বেহাল হওয়ার ফলে চিকিৎসা করাতে এসে ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। বারবার প্রশাসনিক আশ্বাস মিললেও সমস্যার সমাধান হয়নি রশিদপুর, তপন, হিলি, কুমারগঞ্জের মত গুরুত্বপূর্ণ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। দীর্ঘদিন ধরে এই সমস্ত হাসপাতালে জেনারেটর কেন নেই? তার সদুত্তর নেই প্রশাসনের কাছে।
অবশেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস অবশ্য আশ্বাস দিয়েছেন, “চলতি আর্থিক বছরে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে পাঁচটি জেনারেটর সেটের জন্য। যেগুলি বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চালানো হবে। তিনি আশা প্রকাশ করেছেন তাঁর এই প্রস্তাব গৃহীত হবে এবং সমস্যার সমাধান হবে।”
advertisement
advertisement
শুধুমাত্র হিলি, কুশমন্ডি, হরিরামপুর এই তিনটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বহু পুরানো জেনারেটর দিয়ে কাজ চালানো হয়। তপন গ্রামীণ হাসপাতাল বা রশিদপুর গ্রামীণ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালে রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি চালিত ইউপিএস বা ইনভার্টার একমাত্র ভরসা। বার বার সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি হয়েছে। দাবি জানানো হয়েছে বিভিন্ন স্তরে। কিন্তু সমস্যার সমাধান হয়নি আজও।
advertisement
অন্যদিকে জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, “রোগী কল্যাণ সমিতিতে জেনারেটর সেট কেনার প্রস্তাব রেখেছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা পরিষদগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে তিনটি জেনারেটর সেট তাঁরা কিনে দেবেন স্বাস্থ্য দফতরকে। বাকিগুলি যখন যেমন টাকা পাওয়া যাবে সেরকম গুরুত্ব দিয়ে কেনা হবে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বিদ্যুৎ চলে গেলে ভরসা মোবাইলের আলো! চরম অবস্থায় কাটছে গ্রামীণ হাসপাতালের রোগী ও আত্মীয়দের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement