Potato Pakoda Recipe: এক কামড়েই শেষ! শীতের সন্ধেয় আড্ডা জমুক মুচমুচে আলুর পকোড়াতেই, নিমেষে সাফ হবে প্লেট, রইল রেসিপি

Last Updated:

Potato Pakoda Recipe: বিকেলের স্ন্যাকস কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্ন্যাকসে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ স্নাক্সের রেসিপি ক্রিসপি আলুর পাকোড়া। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন মজাদার স্ন্যাকস ক্রিসপি আলুর পাকোড়া।

+
ক্রিসপি

ক্রিসপি পটেটো পাকোড়া

দক্ষিণ দিনাজপুর: বিকেলের স্ন্যাকস কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্নাক্সে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ স্ন্যাকসের রেসিপি ক্রিসপি আলুর পকোড়া। প্রথমেই তিন থেকে চারটি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে মেশিনের সাহায্যে বেশ মিহিভাবে ঝিরিঝিরি করে নিতে হবে। এভাবেই সবকটি আলু ঝিরিঝিরি করে নিয়ে তাতে সামান্য নুন দিয়ে হাতের সাহায্যে মেখে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
বেশ কিছুক্ষণ পর ঢাকা তুললে দেখা যাবে আলু থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার তা হাতের সাহায্যে চিপে নিয়ে অন্য একটি জল ভরা পাত্রে দিয়ে ধুয়ে নিতে হবে। এইভাবেই তিন থেকে চার বার বেশ ভালভাবে ধুয়ে পরিষ্কার হয়ে গেলে এবার তাতে মশলা হিসেবে প্রথমে পরিমাণ মত চালের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, চিনি, সামান্য ময়দা ও সবশেষে সামান্য খাবার সোডা ও বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ভালভাবে সব মিশ্রণ একই সঙ্গে মেখে নিতে হবে।
advertisement
advertisement
এবার পাত্রে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে পকোড়ার আকারে গরম তেলে ছেড়ে দিতে হবে। এরপর এক পিঠ হয়ে এলে অপর পিঠও উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
advertisement
তবে খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের আচ যেন সিম থাকে। বেশ লালচে হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি গরমাগরম ক্রিসপি আলুর পকোড়া। বাড়িতে অতিথি আপ্যায়নে সান্ধ্যকালীন আড্ডায় অতিরিক্ত ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই ক্রিসপি আলুর পকোড়া। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন মজাদার স্ন্যাকস ক্রিসপি আলুর পকোড়া।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Potato Pakoda Recipe: এক কামড়েই শেষ! শীতের সন্ধেয় আড্ডা জমুক মুচমুচে আলুর পকোড়াতেই, নিমেষে সাফ হবে প্লেট, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement