Gold: আকাশছোঁয়া দামের মাঝেও সোনায় আলাদা চমক দিচ্ছে বাংলার 'এই' জায়গা! পুরোটা জানলে গর্বে বুক ভরবে

Last Updated:

সোনার ঐতিহ্য: হাতের কারিগরিতে দেশ-বিদেশে ঝলমল করছে গৌরব। ধানের মাঠ, নদীঘেরা গ্রাম এই চিরচেনা ছবি ঘিরেই লুকিয়ে আছে সোনালি ঐতিহ্য।

+
সোনার

সোনার অলঙ্কার

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: হাতের কারিগরিতে দেশ-বিদেশে ঝলমল করছে গৌরব। ধানের মাঠ, নদীঘেরা গ্রাম এই চিরচেনা ছবি ঘিরেই লুকিয়ে আছে দাসপুরের সোনালি ঐতিহ্য। দশকের পর দশক ধরে এই অঞ্চলের বহু পরিবার জীবিকা হিসেবে বেছে নিয়েছে সোনার কারিগরি। আর সেই শিল্পের মূল শক্তি তাদের সুনিপুণ হাত। প্রত্যন্ত গ্রাম হলেও গ্ল্যামারের আলোকবৃত্তে দাসপুরের অবস্থান আজ দৃঢ়। কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাই দেশের বড় বড় শহরের সোনার শোরুমে দাসপুরের তৈরি গয়না বহুদিন ধরে রাজত্ব করছে। শুধু তাই নয়, বিদেশেও আজ দাসপুরের কারিগরদের দক্ষতা সম্মান পাচ্ছে।
৩০ বছরের অভিজ্ঞ কারিগর সুরজিৎ সামন্তের কথায়, “আমরা ছোট গ্রাম থেকে এলেও, আমাদের কাজের গুণমান আজ বিশ্বে স্বীকৃত।” হার, বালা, আঙটি, কানের দুল প্রতিটি গয়নায় দাসপুরের কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়া। শুধু সোনা নয়, রুপো ও তামার কাজেও সমান দক্ষ তারা। বহু কারিগর এখন শহরের নামী সংস্থা ও রফতানি ক্ষেত্রেও কাজ করছেন। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে ইউরোপ বহু দেশে জুয়েলারি কারখানায় দাসপুরের শিল্পীরা নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন। কেউ শ্রম দিচ্ছেন, কেউ নতুন ডিজাইনের ভাবনায় নেতৃত্ব দিচ্ছেন। এ শুধু পেশা নয় উত্তরাধিকারসূত্রে পাওয়া নিপুণ কৌশল। একসময় বাড়ির উঠোনেই বসত ওয়ার্কশপ। একজন শিখলে তিনজনকে শেখাতেন আজও সেই ধারার শেষ হয়নি। প্রবীণ কারিগর স্বপন বাগ বলেন, “এই হাতের কাজই আমাদের বাঁচিয়েছে। এটিই আমাদের গর্ব।”
advertisement
advertisement
তবে চ্যালেঞ্জও এসেছে। মেশিনে তৈরি গয়নার প্রতিযোগিতা, স্বর্ণের মূল্যবৃদ্ধি, মার্কেটিংয়ের অভাব। টিকে থাকার লড়াই আজ কঠিন। তাই অনেকে কাজের খোঁজে শহরে বা বিদেশে পাড়ি দিচ্ছেন। তবুও পশ্চিম মেদিনীপুরের দাসপুর এখনও সোনার শিল্পের এক শক্ত ঘাঁটি। নতুন প্রজন্ম এগিয়ে এসেছে CAD মডেলিং, ডিজাইন কোর্স ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঐতিহ্যকে ধরে রেখে তারা হাঁটছে আধুনিকতার পথে। দেশের শীর্ষ গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান অরম চেইনের মালিক এস এস আলমের বিশ্বাস, “দাসপুর আবার গৌরব ফিরে পাবে শুধু সুযোগ ও প্রশিক্ষণ দরকার।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold: আকাশছোঁয়া দামের মাঝেও সোনায় আলাদা চমক দিচ্ছে বাংলার 'এই' জায়গা! পুরোটা জানলে গর্বে বুক ভরবে
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement