পুরুলিয়ার আদিবাসী ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বড় উদ্যোগ! খুশিতে ডগমগ আদিবাসীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়ার আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড। পুরুলিয়ার কাশীপুরে অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা। কাশীপুর আদিবাসী ল্যাম্পস লিমিটেডের সহযোগিতায় কাশীপুরের সেবাব্রতী সংঘের মাঠে অনুষ্ঠিত হওয়া যে প্রতিযোগিতায় কাশীপুর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক আদিবাসী নৃত্যদল তাদের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। বিচারকমণ্ডলীর উপস্থিতিতে প্রতিযোগিতাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া।
কাশীপুর আদিবাসী ল্যাম্পস লিমিটেডের অন্যতম সদস্য নির্মল সরেন বলেন, “আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এই প্রতিযোগিতার মাধ্যমে ব্লকস্তরে প্রথম স্থান অর্জনকারী দল জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং সেখান থেকে রাজ্যস্তরেও প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে।”
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটা মেদিনীপুরে, কতটা সমস্যায় চাষিরা! চাষের ক্ষতির ক্ষতিপূরণ কীভাবে মিলবে জানুন
advertisement
অন্যদিকে পুরুলিয়ার কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ আদিবাসী সমাজ নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন নয়, বরং আদিবাসী শিল্প, সংস্কৃতি ও প্রতিভাকে রাজ্য ও জাতীয়স্তরে তুলে ধরার এক নতুন দিগন্ত উন্মোচিত হল পুরুলিয়া জেলায়। সরকারের এমন পদক্ষেপে খুশি আদিবাসী সমাজও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 30, 2025 11:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ার আদিবাসী ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে বড় উদ্যোগ! খুশিতে ডগমগ আদিবাসীরা
