Amitabh Bachchan: 'বাড়িতে কথা বললেই সব শেষ!' রাত ১.৪২ মিনিটে..., সবচেয়ে গোপন কথা ফাঁস করলেন অমিতাভ, তারপরই যা ঘটে গেল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan: আপাতত বি-টাউন জুড়ে একটাই জল্পনা। এবার কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। এরই মাঝে ২রা ডিসেম্বর রাত ১.৪২ মিনিটে, অমিতাভ বচ্চন তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট করেন, যা পড়ার পরে লোকেরা তার পোস্টে ক্রমাগত মন্তব্য করতে শুরু করেন।
advertisement
আপাতত বি-টাউন জুড়ে একটাই জল্পনা। এবার কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। এরই মাঝে ২রা ডিসেম্বর রাত ১.৪২ মিনিটে, অমিতাভ বচ্চন তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট করেন, যা পড়ার পরে লোকেরা তার পোস্টে ক্রমাগত মন্তব্য করতে শুরু করেন। এই পোস্টে অমিতাভ শুধু একটি শব্দ 'চুপ' লিখেছেন এবং এর সঙ্গে তিনি একটি রাগের ইমোজিও দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরপরেই স্ত্রী-র আদেশ পালনের ক্ষেত্রে স্বামী হিসেবে অভিষেক কী করেন, সেই প্রশ্নই করে বসেন সঞ্চালক। উত্তরে অভিনেতা বলেন যে, 'হ্যাঁ। সমস্ত বিবাহিত পুরুষকেই তা করতে হয়। মানে বউ যা বলছেন, সেই ভাবেই কাজ করতে হবে।' আর অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙার জল্পনার মাঝেই এল অভিনেতার এহেন বিবৃতি। তার মধ্যেই অমিতাভের এই মন্তব্য নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল৷