জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছেন? চন্দননগরের ভিড় এড়াতে আগে জেনে নিন সঠিক রুটম্যাপ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের জন্য সেরা শুরু মানকুণ্ডু স্টেশন।
স্টেশন রোড ধরে জ্যোতির মোড় পর্যন্ত হাঁটলেই চোখে পড়বে মানকুণ্ডুর বিখ্যাত পুজোগুলি
advertisement
advertisement
শুরুটা হোক মানকুণ্ডু থেকেযাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের জন্য সেরা শুরু মানকুণ্ডু স্টেশন।স্টেশন রোড ধরে জ্যোতির মোড় পর্যন্ত হাঁটলেই চোখে পড়বে মানকুণ্ডুর বিখ্যাত পুজোগুলি—মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারাবাগান বালক সঙ্ঘ, নিয়োগীবাগান এবং সার্কাস মাঠ।প্রতিটি মণ্ডপের নিজস্ব থিম আর শিল্পকর্ম এই উৎসবের অন্যতম আকর্ষণ।
advertisement
জ্যোতির মোড় থেকে ভদ্রেশ্বরের পথেএরপর জ্যোতির মোড় থেকে জি.টি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে এগিয়ে যান। পথে একের পর এক ঐতিহ্যবাহী পুজো আপনাকে আহ্বান জানাবেতেমাথা ছুতোর পাড়া, বারাসত দক্ষিণ চন্দননগর, অরবিন্দ সঙ্ঘ, বারাসত চক্রবর্তী পাড়া, বারাসাত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা এবং বারাসত গেট।এই পুজোগুলোর প্রতিমা আর মণ্ডপসজ্জায় মেলে বাংলার প্রাচীন শৈলী আর ঐতিহ্যের ছোঁয়া।
advertisement
advertisement
advertisement
অন্য পথেও আনন্দের স্রোতযাঁরা খাদিনা মোড় হয়ে তালডাঙা ঘুরে আসছেন, তাঁদের জন্য অপেক্ষা করছে—চাঁপাতলা, পঞ্চাননতলা, বোড় কালীতলা, চাউলপট্টি এবং লক্ষ্মীগঞ্জ বাজারের মতো জনপ্রিয় পুজো।আর চন্দননগর স্টেশন হয়ে এলে মিস করবেন না কোলপুকুর, বৌবাজার ও কোলাবাজারের মণ্ডপগুলো।তালডাঙা মোড় থেকে পালপাড়ার দিকে গেলে দেখতে পাবেন বিবিরহাট, সন্তানসঙ্ঘ ও বিদ্যালঙ্কার-এর ঐতিহ্যবাহী পুজো।
advertisement
