Raas Purnima 2025: নবদ্বীপের থেকে কম যায় না ময়নাগড়ের রাস উৎসব! কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাস মেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের লোকেরাও সারা বছরে অপেক্ষা করে থাকেন।
ময়নাগড়ের রাসযাত্রা এ বছর ৪৬৫ বছরে পদার্পণ করল। কুলদেবতা শ্যামসুন্দর জিউর রাসযাত্রার মূল আকর্ষণ হল শ্যামসুন্দর জিউ নৈশরাস যাত্রা করেন। পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। (ছবিও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement
advertisement
রাজপরিবারের সদস্য কৌশিক বাহুবলিন্দ্র জানান, "ঐতিহ্য ও পরম্পরা মিলে প্রতিবছর রাস উৎসব আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন মেলা ময়নাগড়ের রাসযাত্রা। এই রাসযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ পরিবারের কুলদেবতার শ্যামসুন্দর জিউর নৌকো বিহার। যা শুরু হচ্ছে ১ নভেম্বর শনিবার একাদশী তিথির দিন ভোরে। নৌকো বিহার করে মূল মন্দির থেকে রাসমঞ্চে যাবেন কুলদেবতা আট দিন ধরে চলবে এই নৌকা বিহার।"
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাস মেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের লোকেরাও সারা বছরে অপেক্ষা করে থাকেন। আধ্যাত্মিকতা ও রাসযাত্রার পার্থিব অপার্থিব সুন্দরের মেলবন্ধন নবদ্বীপ রাসযাত্রার পর ময়নাগড়ের রাসযাত্রা বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য। (ছবিও তথ্য: সৈকত শী)
