Raas Purnima 2025: নবদ্বীপের থেকে কম যায় না ময়নাগড়ের রাস উৎসব! কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন

Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাস মেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের লোকেরাও সারা বছরে অপেক্ষা করে থাকেন।
1/6
ময়নাগড়ের রাসযাত্রা এ বছর ৪৬৫ বছরে পদার্পণ করল। কুলদেবতা শ্যামসুন্দর জিউর রাসযাত্রার মূল আকর্ষণ হল শ্যামসুন্দর জিউ নৈশরাস যাত্রা করেন। পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ  রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। (ছবিও তথ্য: সৈকত শী)
ময়নাগড়ের রাসযাত্রা এ বছর ৪৬৫ বছরে পদার্পণ করল। কুলদেবতা শ্যামসুন্দর জিউর রাসযাত্রার মূল আকর্ষণ হল শ্যামসুন্দর জিউ নৈশরাস যাত্রা করেন। পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ  রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। (ছবিও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
ময়নার রাসমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে শুধু ময়নাবাসী নয় জেলার অন্যান্য জায়গা সহ পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য ওড়িশা থেকেও মানুষজন এই রাস দেখতে ময়না করে উপস্থিত হন।
ময়নার রাসমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে শুধু ময়নাবাসী নয় জেলার অন্যান্য জায়গা সহ পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য ওড়িশা থেকেও মানুষজন এই রাস দেখতে ময়না করে উপস্থিত হন।
advertisement
3/6
ময়না রাজবাড়ীর কূলদেবতা শ্রী শ্রী রাধেশ্যাম জিউর ৪৬৫ তম রাসযাত্রা। ধর্মীয় প্রথা ও রিতি নিয়ম অনুসারে প্রথম নৌবিহারের শনিবার একাদশী তিথি ১ নভেম্বর। এই দিন মন্দিরে বিশেষ পুজা পাঠ ও হোম। শনিবার ভোর ৪:৩০ মিনিটে প্রথম নৌবিহার। নৌ বিহার করে রাজমঞ্চে আসবেন রাধেশ্যাম জিউ।
ময়না রাজবাড়ীর কূলদেবতা শ্রী শ্রী রাধেশ্যাম জিউর ৪৬৫ তম রাসযাত্রা। ধর্মীয় প্রথা ও রিতি নিয়ম অনুসারে প্রথম নৌবিহারের শনিবার একাদশী তিথি ১ নভেম্বর। এই দিন মন্দিরে বিশেষ পুজা পাঠ ও হোম। শনিবার ভোর ৪:৩০ মিনিটে প্রথম নৌবিহার। নৌ বিহার করে রাজমঞ্চে আসবেন রাধেশ্যাম জিউ।
advertisement
4/6
মূল রাসমেলা শুরু হচ্ছে ৫ নভেম্বর পূর্ণিমার দিন। রাস উৎসবে পরম্পরা ধর্মীয় আচার অনুযায়ী শুক্লপক্ষের উত্থান একাদশীর তারিখ থেকে পরপর আট দিন ভোর রাতে শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ রাজবাড়ীর মূল মন্দির থেকে নৌকা বিহারে কালীদহের ৫০০ মিটার লাবণ্যময় জল পরিক্রমণ করে ময়না রাস মন্দিরে প্রবেশ করেন।
মূল রাসমেলা শুরু হচ্ছে ৫ নভেম্বর পূর্ণিমার দিন। রাস উৎসবে পরম্পরা ধর্মীয় আচার অনুযায়ী শুক্লপক্ষের উত্থান একাদশীর তারিখ থেকে পরপর আট দিন ভোর রাতে শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ রাজবাড়ীর মূল মন্দির থেকে নৌকা বিহারে কালীদহের ৫০০ মিটার লাবণ্যময় জল পরিক্রমণ করে ময়না রাস মন্দিরে প্রবেশ করেন।
advertisement
5/6
রাজপরিবারের সদস্য কৌশিক বাহুবলিন্দ্র জানান,
রাজপরিবারের সদস্য কৌশিক বাহুবলিন্দ্র জানান, "ঐতিহ্য ও পরম্পরা মিলে প্রতিবছর রাস উৎসব আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন মেলা ময়নাগড়ের রাসযাত্রা। এই রাসযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ পরিবারের কুলদেবতার শ্যামসুন্দর জিউর নৌকো বিহার। যা শুরু হচ্ছে ১ নভেম্বর শনিবার একাদশী তিথির দিন ভোরে। নৌকো বিহার করে মূল মন্দির থেকে রাসমঞ্চে যাবেন কুলদেবতা আট দিন ধরে চলবে এই নৌকা বিহার।"
advertisement
6/6
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাস মেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের লোকেরাও সারা বছরে অপেক্ষা করে থাকেন। আধ্যাত্মিকতা ও রাসযাত্রার পার্থিব অপার্থিব সুন্দরের মেলবন্ধন নবদ্বীপ রাসযাত্রার পর ময়নাগড়ের রাসযাত্রা বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য। (ছবিও তথ্য: সৈকত শী)
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাস মেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের লোকেরাও সারা বছরে অপেক্ষা করে থাকেন। আধ্যাত্মিকতা ও রাসযাত্রার পার্থিব অপার্থিব সুন্দরের মেলবন্ধন নবদ্বীপ রাসযাত্রার পর ময়নাগড়ের রাসযাত্রা বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য। (ছবিও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement