SIR guidelines by Election Commission: কী ভাবে হবে এসআইআর? কী ভাবে নিজের নাম তুলবেন? জেনে নিন ভিডিওতে

Last Updated : কলকাতা
SIR guidelines by Election Commission: বাড়িতে বাড়িতে যে আপনারা এনামুরেশন ফর্ম পাবেন। স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের জন্য এই আবেদন পত্রটি গুরুত্বপূর্ণ। কী আছে এই আবেদনপত্রে? প্রত্যেক নাগরিক যারা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার, তাদের সবার জন্য নির্দিষ্ট করে থাকবে এই আবেদনপত্র। অর্থাৎ এই আবেদনপত্রে তাদের নাম, তাদের দেওয়া পুরনো ছবি, তাদের এপিক নম্বর, ঠিকানা, বুথ নম্বর উল্লেখ করা থাকবে। বাংলা ভাষাতেই থাকবে এই আবেদনপত্র। পাশাপাশি অন্যান্য ভাষাতেও থাকবে। বুথ লেভেল অফিসাররা ঠিক করবেন কোন ভাষায় আবেদন পত্রটি দেওয়া হবে। কেমন হবে এই আবেদন পত্রটি? যেটি ভোটাররা পেতে শুরু করবেন ৪ তারিখের পর থেকে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
SIR guidelines by Election Commission: কী ভাবে হবে এসআইআর? কী ভাবে নিজের নাম তুলবেন? জেনে নিন ভিডিওতে
advertisement
advertisement