Siliguri news: ৩০০ তরুণীর হৃদয়ভঙ্গ! সোশ্যাল মিডিয়ায় ‘পাইলট’ সেজে প্রতারণা যুবকের, তারপর যা হল!
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Man posing as co-pilot arrested in Siliguri: এ আই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়েই ৩০০ তরুণীর সঙ্গে প্রেম ! তারপর যা হল ! সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা। অবশেষে গ্রেফতার সিকিমের যুবক।
সুরজিৎ দে, শিলিগুড়ি: AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির ব্যবহার করে ৩০০ তরুণীর সঙ্গে প্রেম! তারপর যা হল ! সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা। অবশেষে গ্রেফতার সিকিমের ‘ফ্রড’ যুবক। সোশ্যাল মিডিয়া—যেখানে বন্ধুত্ব গড়ে ওঠে, ভালবাসার গল্পও শুরু হয়। কিন্তু এই প্ল্যাটফর্মই কখনও কখনও বিশ্বাসঘাতকতার ফাঁদ হয়ে দাঁড়ায়। এমনই এক প্রতারণার ঘটনায় শেষপর্যন্ত পুলিশের জালে সিকিমের এক যুবক, যার পরিচয় ছিল—তিনি একজন ‘কো-পাইলট’।
গ্রেফতার হয়েছে হেমন্ত শর্মা, বয়স আনুমানিক ৩০। সিকিমের প্যাকিয়ংয়ের বাসিন্দা হলেও, কর্মসূত্রে সে বেঙ্গালুরু বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ। কিন্তু ইনস্টাগ্রামে কিংবা বিভিন্ন ডেটিং অ্যাপে নিজেকে ‘কো পাইলট’ বা ‘ফার্স্ট অফিসার’ হিসেবে পরিচয় দিত ৷ এআই (AI) প্রযুক্তির সাহায্যে নিজের ছবি পাইলটের পোশাকে এডিট করে সাজিয়ে সে তৈরি করেছিল নিজের চটকদার প্রোফাইল। সেই ছবি আর মিষ্টি কথার জালে যুবক জড়িয়েছে বহু তরুণীকে। অভিযোগ, এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন তরুণী তার ফাঁদে পড়েছেন।
advertisement
advertisement
সূত্রের খবর, এক নার্সের থেকে চার গ্রাম সোনা আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শিলিগুড়ির মেডিক্যাল আউট পোস্ট থানার পুলিশ। অবশেষে ৬ মে রাতে শহরের শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয় হেমন্তকে। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে—‘‘আমরা কি খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি? সোশ্যাল মিডিয়ার প্রোফাইলই কি কারোর আসল পরিচয়?’’
advertisement
প্রত্যেক মুহূর্তেই তাই সতর্ক থাকা জরুরি সাধারণ মানুষকে। হেমন্ত বর্তমানে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, প্রতারণার নেটওয়ার্ক আরও বড় কি না, আর কারা কারা এর সঙ্গে জড়িত। এই ঘটনায় আরও একবার সামনে এল কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আর সোশ্যাল মিডিয়ায় সচেতনতার প্রয়োজনীয়তা। ডিজিটাল যুগের এক নীরব বিপদ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে আমাদেরই !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
May 12, 2025 2:57 PM IST

 
              