Divorce case in Supreme Court: বিবাহবিচ্ছেদ মামলায় খোরপোশ বা আর্থিক সাহায্য অস্বীকার স্ত্রীর, ফেরালেন গয়নাও! বিরল ঘটনা

Last Updated:
Divorce case in Supreme Court: বিবাহবিচ্ছেদের সময় এর সময় অনেক ক্ষেত্রেই স্ত্রীরা মোটা টাকার খোরপোশ দাবি করেন। খুব কম ক্ষেত্রেই এর ব্যাতিক্রম হয়। এবার হল ব্যাতিক্রম!
1/5
নয়াদিল্লি: বিবাহবিচ্ছেদের সময় এর সময় অনেক ক্ষেত্রেই স্ত্রীরা মোটা টাকার খোরপোশ দাবি করেন। খুব কম ক্ষেত্রেই এর ব্যাতিক্রম হয়। কিন্তু সুপ্রিম কোর্টে এমন একটি মামলা এসেছে, যা শুনে অবাক হবেন আপনিও। ওই মামলায় স্ত্রী বিচ্ছেদের জন্য কোনও ক্ষতিপূরণ দাবি তো করেনইনি, বরং বিয়েতে পাওয়া সোনার গয়নাও ফিরিয়ে দিয়েয়েছে।
নয়াদিল্লি: বিবাহবিচ্ছেদের সময় এর সময় অনেক ক্ষেত্রেই স্ত্রীরা মোটা টাকার খোরপোশ দাবি করেন। খুব কম ক্ষেত্রেই এর ব্যাতিক্রম হয়। কিন্তু সুপ্রিম কোর্টে এমন একটি মামলা এসেছে, যা শুনে অবাক হবেন আপনিও। ওই মামলায় স্ত্রী বিচ্ছেদের জন্য কোনও ক্ষতিপূরণ দাবি তো করেনইনি, বরং বিয়েতে পাওয়া সোনার গয়নাও ফিরিয়ে দিয়েয়েছে।
advertisement
2/5
দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনাকে বিরল বলে স্ত্রীর প্রশংসা করেছেন। বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, বিবাহবিচ্ছেদের সময় এমন ত্যাগ এখন খুবই কম দেখা যায়। আদালত Article ১৪২ অনুযায়ী বিয়ে শেষ করে মহিলাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনাকে বিরল বলে স্ত্রীর প্রশংসা করেছেন। বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, বিবাহবিচ্ছেদের সময় এমন ত্যাগ এখন খুবই কম দেখা যায়। আদালত Article ১৪২ অনুযায়ী বিয়ে শেষ করে মহিলাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
advertisement
3/5
জানা গিয়েছে ওই দম্পতির মধ্যে স্বামী এবং স্ত্রী দুজনেই বিবাহবিচ্ছেদে রাজি হয়েছেন। আদালত জানিয়েছে এই ঘটনা খুবই বিরল যেখানে স্ত্রী স্বামীর কাছ থেকে কিছুই চাননি।
জানা গিয়েছে ওই দম্পতির মধ্যে স্বামী এবং স্ত্রী দুজনেই বিবাহবিচ্ছেদে রাজি হয়েছেন। আদালত জানিয়েছে এই ঘটনা খুবই বিরল যেখানে স্ত্রী স্বামীর কাছ থেকে কিছুই চাননি।
advertisement
4/5
কেন এটাকে বিরল ঘটনা বলা হয়েছে?স্ত্রী কোনও আর্থিক দাবি করেননি
খোরপোশের দাবিও করেননি
বিয়ের সময় শ্বাশুরির থেকে পাওয়া সোনার গয়না স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছেন
আদালত বলেছে, এখনকার দিনে এমন খুব কম দেখা যায়
কেন এটাকে বিরল ঘটনা বলা হয়েছে?স্ত্রী কোনও আর্থিক দাবি করেননিখোরপোশের দাবিও করেননিবিয়ের সময় শ্বাশুরির থেকে পাওয়া সোনার গয়না স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছেনআদালত বলেছে, এখনকার দিনে এমন খুব কম দেখা যায়
advertisement
5/5
আদালত জানিয়েছে, খুব কম ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও সমস্যাই হয়নি। আদালত মহিলার উদ্দেশে বলে, ‘আপনি সামনে এগিয়ে যান, পুরনো কিছু ভুলে যান, সুখে থাকুন… আপনাকে শুভেচ্ছা।’
আদালত জানিয়েছে, খুব কম ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও সমস্যাই হয়নি। আদালত মহিলার উদ্দেশে বলে, ‘আপনি সামনে এগিয়ে যান, পুরনো কিছু ভুলে যান, সুখে থাকুন… আপনাকে শুভেচ্ছা।’
advertisement
advertisement
advertisement