নদীই জীবন, নদীই রসদ! ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সকাল হলেই নেমে যান নদীতে, কী ভাবে চলে সংসার? জানলে চমকাবেন

Last Updated:

Fish: জীবনের লড়াই থামেনি, ৬০ বছর উর্ধ্ব হলেও করলা নদীর জলে জীবন সংগ্রামে লক্ষ্মী! বয়স মাত্রই সংখ্যা, যদি লড়াই করার মানসিকতা থাকে। প্রায় ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সরকারের কাছে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ। 

+
প্রায়

প্রায় ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সরকারের কাছে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ। সেই যুদ্ধ চলছে করলা নদীতে নেমে শামুক, ঝিনুক আর নদীয়ালী মাছ সংগ্রহ করে সংসার চালানোর মধ্য দিয়ে।

জলপাইগুড়ি: জীবনের লড়াই থামেনি, ৬০ বছর পেরিয়েও করলা নদীর জলে জীবন সংগ্রামে লক্ষ্মী! বয়স মাত্রই সংখ্যা, যদি লড়াই করার মানসিকতা থাকে। প্রায় ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সরকারের কাছে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ। সেই যুদ্ধ চলছে করলা নদীতে নেমে শামুক, ঝিনুক আর নদীয়ালী মাছ সংগ্রহ করে সংসার চালানোর মধ্য দিয়ে।
advertisement
জলপাইগুড়ির কাশিয়াবাড়ির বাসিন্দা লক্ষ্মী সরকার প্রতিদিন ভোরবেলা ট্রেনে চেপে জলপাইগুড়ি শহরে আসেন। তার পর করলা নদীর বুকে নেমে শুরু হয় সংগ্রহের কাজ। নদীর নরম কাদায় পা ডুবিয়ে তিনি শামুক, ঝিনুক, গুগলি এবং ছোট নদীয়ালী মাছ খুঁজে বের করেন। তারপর সেই সংগ্রহ নিয়ে চলে যান শিলিগুড়ির আমবাড়ি বা ফালাকাটা বাজারে, যেখানে এগুলো বিক্রি করেই সংসার চলে তাঁর।
advertisement
\”কঠিন তো বটেই, কিন্তু এই নদীই আমাদের বাঁচিয়ে রেখেছে,\” ক্লান্ত কণ্ঠে বলেন লক্ষ্মী দেবী। \”বৃদ্ধ ভাতা পাই না, সরকারি সাহায্যও তেমন মেলে না। তাই এই নদীর জলেই বেঁচে থাকার রসদ খুঁজি প্রতিদিন।\” প্রতি কেজি ঝিনুক-শামুক বিক্রি করে মাত্র ৫০-৬০ টাকা পান তিনি। এত কম আয়েও হাল ছাড়েননি। কারণ এটাই তাঁর একমাত্র জীবিকা।
advertisement
দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এই নদীই তার জীবনের অবলম্বন। তবে প্রশ্ন থেকে যায়, কেন এখনও সরকারি সুযোগ-সুবিধা তার কাছে পৌঁছায়নি? বয়সের ভার, দারিদ্র্য ও কঠিন সংগ্রামের মাঝেও লক্ষ্মী দেবীর অদম্য মনোবল অনেকের কাছেই অনুপ্রেরণা। সমাজ কি এই সংগ্রামী মহিলার পাশে দাঁড়াবে? প্রশ্ন রয়ে যায়।
সুরজিৎ দে 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নদীই জীবন, নদীই রসদ! ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সকাল হলেই নেমে যান নদীতে, কী ভাবে চলে সংসার? জানলে চমকাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement