ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই স্ত্রী বললেন, 'শোনো...'! শুনে বিকৃত স্বামীর মুখ, তোলাপাড় এলাকা, এর পর যা হল!
- Published by:Tias Banerjee
Last Updated:
শেষমেশ যা ঘটল, তা শুধু ওই চিকিৎসকের জীবনে নয়, গোটা এলাকায় এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কিন্তু কী এমন ঘটল, যাতে এক মুহূর্তে বদলে গেল সবকিছু?
advertisement
advertisement
advertisement
advertisement
স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই হামলা? পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে মূল ব্যক্তি সতীশ নামের এক ব্যক্তি, যিনি আক্রান্ত চিকিৎসকের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, চিকিৎসক ধর্মেন্দ্র তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইছিলেন এবং বারবার তাঁর উপর চাপ সৃষ্টি করছিলেন।
advertisement
বারবার বোঝানোর পরেও চিকিৎসক এ ধরনের আচরণ বন্ধ না করায়, তাঁকে শিক্ষা দিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সতীশ তাঁর দুই শালা বিক্রম ও বিবেককে নিয়ে পরিকল্পনা করেন চিকিৎসককে শাস্তি দেওয়ার। এরপর তারা ধর্মেন্দ্রর ক্লিনিকে গিয়ে প্রথমে তাঁকে প্রচণ্ড মারধর করে এবং তারপর ধারালো ব্লেড দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেয়।
advertisement