ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ...শুনে হতবাক সবাই!
- Published by:Tias Banerjee
Last Updated:
তরুণী ভালবেসে বিয়ে করেছিলেন এক ট্যাক্সি চালককে। জাত-ধর্মের তোয়াক্কা না করেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। তার পর যা ঘটল, তা শিউরে ওঠার মতো!
advertisement
প্রেম ও বিবাহের স্বাধীনতা সমাজে এক গুরুত্বপূর্ণ অধিকার হলেও, এখনও অনেক পরিবার এই বিষয়ে কঠোর মনোভাব পোষণ করে। জাত-ধর্ম কিংবা সামাজিক মর্যাদার বেড়াজালে বন্দি করে প্রেমের স্বাধীনতাকে রুদ্ধ করার বহু ঘটনা সামনে এসেছে। বিশেষ করে, মেয়েরা যদি পরিবারের পছন্দের বাইরে গিয়ে প্রেম বা বিয়ে করে, তাহলে তা অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। (Represental Image)
advertisement
advertisement
advertisement
advertisement
বিসরখ থানার পুলিশ জানায়, নেহা ও সুরজ গত ১১ মার্চ গাজিয়াবাদের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিল। এরপর রেজিস্ট্রি করতে গাজিয়াবাদ আদালতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই বাবার হাতে প্রাণ হারায় নেহা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, দেহও দ্রুত দাহ করে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়। (Represental Image)
advertisement