কাঠফাটা গরমের পরে রেহাই...! বৃষ্টি নামবে কোন কোন জেলায়? জেনে নিন আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
- Published by:Tias Banerjee
Last Updated:
Latest Weather Update till 22nd March: মার্চের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও, একই সঙ্গে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায়ও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি ও কলকাতার তাপমাত্রার আপডেট জেনে নিন।
মার্চ শেষ হতে না হতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এরই মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি এবং কলকাতার তাপমাত্রার পূর্বাভাস দেখে নিন।
advertisement
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি--- ১৬ মার্চ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় গরম আবহাওয়া থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
১৭ মার্চ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় গরম আবহাওয়া থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে একই রকম আবহাওয়া বজায় থাকবে। তবে তাপমাত্রা আরও বাড়তে পারে।
advertisement
বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন: দক্ষিণবঙ্গে ১৮ মার্চ থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরমের তীব্রতা খানিকটা কমাতে পারে।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ১৬ মার্চ: উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
advertisement
১৭-২২ মার্চ: এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ২২ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
তাপপ্রবাহ ও অন্যান্য সতর্কতা - পশ্চিমবঙ্গের পাশাপাশি, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। - গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অঞ্চলেও গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে। - ১৬-১৮ মার্চ উপকূলবর্তী কর্ণাটক, ১৭ মার্চ পর্যন্ত তামিলনাড়ু এবং ১৭ মার্চ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের কিছু অংশে গরম আবহাওয়া থাকবে।
advertisement
উত্তর ও মধ্য ভারতের আবহাওয়া--- উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ১৬ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। - জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং গিলগিট-বাল্টিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। - দিল্লিতে ১৬ মার্চ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
advertisement