Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় এবার ট্রেন্ডিং কচিকাঁচাদের বাসন্তী রঙা শাড়ি

Last Updated:

এবছর বাজার ছেয়েছে কচিকাচাদের শাড়িতে। বিধান মার্কেটে গেলেই দোকানে দোকানে দেখা মিলছে কচিকাচাদের বিভিন্ন ধরনের শাড়ি। বিভিন্ন রকমারি শাড়ির কেনাকাটা করতে বাচ্চা মেয়েদের নিয়ে হাজির তাদের বাবা মা।

+
কচিকাঁচাদের

কচিকাঁচাদের শাড়ি 

শিলিগুড়ি: সরস্বতী পুজো মানেই শাড়ি, এই সরলীকরণ আজও একই ভাবে সত্যি। দরিদ্র বা সম্পন্ন, যেমন ঘরের মেয়েই হোক না কেন, শাড়িতে জড়সড় হয়েও এ দিন তারা এক্কেবারে অন্য রকম। এই উৎসবের একটা বড় অংশ জুড়ে থাকে উৎসাহী অল্পবয়সিরা। শাড়ি না পরে তারা বিদ্যার দেবীকে চটাবে কোন সাহসে! আর হলুদ রংটা খুব সুখী সুখী একটা রং। উৎসবের সঙ্গে বড় মানানসই।বছর চারের খুদে শিশুকন্যাকে মা যখন বাসন্তী রঙা কাপড়ে জড়িয়ে দেন, তখন থেকেই যেন বাঙালি ঘরের অসংখ্য সরস্বতীর সাজ নির্ধারিত হয়ে যায়।
শহরতলির ‘বালিকা বিদ্যালয়গুলির’ সে দিন আলাদা মহিমা! কারণ শুধুমাত্র এই দিনেই আমন্ত্রণ পেয়ে প্রতিমা দেখার আড়ালে জীবন্ত সরস্বতীদের চাক্ষুষ করার ছাড়পত্র পেয়ে যায় আশপাশের স্কুলের কিশোরেরা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এবছর বাজার ছেয়েছে কচিকাচাদের শাড়িতে। বিধান মার্কেটে গেলেই দোকানে দোকানে দেখা মিলছে কচিকাচাদের বিভিন্ন ধরনের শাড়ি। বিভিন্ন রকমারি শাড়ির কেনাকাটা করতে বাচ্চা মেয়েদের নিয়ে হাজির তাদের বাবা মা। বাচ্চাদের কথা মাথায় রেখে বিধান মার্কেটে রকমারি শাড়ির পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা । সরস্বতী পুজো মানেই বাঙালির মনে আনন্দের উৎসব আর পোশাক মানেই শাড়ি। তবে বড়রা তো শাড়ি পড়বে তারা পাশাপাশি বাচ্চাদের কথা মাথায় রেখে বিধান মার্কেটের ম্যানিকুইনে এখন শুধুই কচিকাঁচাদের শাড়ি।
advertisement
আরও পড়ুন: Mamata Banerjee: মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে প্রথম আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী, বিশেষ গুরুত্ব চা বলয়কে
আর তা কিনতেই দোকানে বেশ ভিড় জমিয়েছেন সকল ক্রেতারা। বিধান মার্কেটের এক ব্যবসায়ী দীপক দে জানান, \” আমাদের কাছে প্রায় ৪০ ধরনের শাড়ি রয়েছে। বাচ্চাদের জন্য রেডিমেড শাড়ি যেমন রয়েছে। এমনি খোলা শাড়ি ও রয়েছে। প্রতি বছরের তুলনায় এ বছরের বিক্রি বেড়েছে । ছোট ছোট বাচ্চাদের নিয়ে সকলে আসছেন শাড়ি দেখছেন, কিনে নিয়ে যাচ্ছেন।\” তিনি আশাবাদী এবারের বিক্রি আরও ভালো হবে। নিজের নাতনির জন্য শাড়ি কিনতে এসে শ্রদ্ধা ছেত্রী জানান,\” আমি নেপাল থেকে আমার নাতনির জন্য পুজো উপলক্ষে শাড়ি কিনতে এসেছি। এই দোকানে খুবই সুন্দর সুন্দর শাড়ি রয়েছে নাতনির জন্য তাই দুটো শাড়ি নিয়ে গেলাম।\”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় এবার ট্রেন্ডিং কচিকাঁচাদের বাসন্তী রঙা শাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement