Mamata Banerjee: মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে প্রথম আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী, বিশেষ গুরুত্ব চা বলয়কে

Last Updated:

Mamata Banerjee in Alipurduar: মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আলিপুরদুয়ার সফরে এসেছেন। তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চা বলয়কে। মঙ্গলবার আলিপুরদুয়ারে এসেছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার আলিপুরদুয়ারে এসেছেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার আলিপুরদুয়ারে এসেছেন মুখ্যমন্ত্রী
আলিপুরদুয়ার: প্রশাসনিক সূত্রে খবর, বৃহস্পতিবার সুভাষিণী চা বাগানের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী প্রায় আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন। এ ছাড়া, কয়েকশো বাগান-শ্রমিক পাবেন চা সুন্দরী প্রকল্পের ঘর। পাশাপাশি, সরকারি আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর  দেওয়ার কথা উপভোক্তাদের। জয়গাঁ উন্নয়ন পর্ষদ তথা জেডিএ-এর চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে সুভাষিণী চা বাগানে বৃহস্পতিবারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী ছ’টি চা বাগানের ৭ হাজার ৯২৬ জন শ্রমিককে জমির পাট্টা দেবেন। একই সঙ্গে তিনটি চা বাগানের ৪৩৮ জন শ্রমিককে চা সুন্দরীর ঘর দেওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। ” মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আলিপুরদুয়ার সফরে এসেছেন। তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চা বলয়কে। মঙ্গলবার আলিপুরদুয়ারে এসেছেন মুখ্যমন্ত্রী।
লোকসভা ও বিধানসভা মিলিয়ে গত কয়েক বছরে আলিপুরদুয়ারে পরের পর নির্বাচনে হারতে হয়েছিল তৃণমূলকে। তবে মাস দু’য়েক আগে এই জেলারই মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে রাজ্যের শাসক দল। যে জেলা গত বিধানসভা ভোটে শুন্য হাতে ফিরিয়েছিল, সেই জেলায় জোট বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসকদল। দলের সমস্ত নেতা-কর্মীদের এখন থেকে ২০২৬ সালের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন : অষ্টম শ্রেণি থেকেই পাঠক্রমে সাইবার ক্রাইম! পাঠ্যবইয়ে এবার আত্মসচেতনতার পাঠ পড়ুয়াদের
আলিপুরদুয়ার জেলার একটা বড় অংশ চা বাগানের ভোট। বাগানের ভোট যাঁদের দখলে, তাঁরাই এগিয়ে থাকে। এই অবস্থায় শাসক দলের কৌশল হল বাগানে আরও বেশি করে সময় দেওয়া। সেই মোতাবেক বাগানকেন্দ্রিক প্রশাসনিক কর্মসূচি বা প্রকল্পের সুফল দেওয়ার সঙ্গেই, নজরে আনা হয়েছে চা বাগানে রাজনৈতিক কর্মসূচিও। সব মিলিয়ে চা বলয়ে রাজনৈতিক চমক দিতে চায় শাসক দল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে প্রথম আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী, বিশেষ গুরুত্ব চা বলয়কে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement