Cyber Crime: অষ্টম শ্রেণি থেকেই পাঠক্রমে সাইবার ক্রাইম! পাঠ্যবইয়ে এবার আত্মসচেতনতার পাঠ পড়ুয়াদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Cyber Crime: ভুয়ো থেকে অশ্লীল কন্টেট, একাধিক বিষয়ে প্রতিদিন বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন মানুষ।
কলকাতা: দিন দিন বেড়েই চলেছে সাইবার সংক্রান্ত অপরাধ। ভুয়ো থেকে অশ্লীল কন্টেট, একাধিক বিষয়ে প্রতিদিন বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন মানুষ। স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। ঠিক কী কী বিষয় পড়ুয়াদের পড়তে হবে?
সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হয়? কীভাবে তা এড়ানো যায়? অশ্লীল কন্টেন্ট যাতে কেউ তৈরি করতে না পারে তার জন্য কীভাবে সতর্ক হতে হবে? এ বিষয়েও জানতে হবে পড়ুয়াদের।
advertisement
advertisement
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়? তা থেকে কীভাবে সতর্ক হওয়া প্রয়োজন? সেই সংক্রান্ত বিষয় ও এবার পাঠ্য বইয়ের। অষ্টম শ্রেণির পাঠ্যবইতে চলতি শিক্ষাবর্ষ থেকে তো অন্তর্ভুক্ত করা হল। ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়ার প্রক্রিয়া স্কুল স্কুলে শুরু করেছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 4:07 PM IST







