Government Job: ইলেকট্রিকের কাজ জানেন? আপনার জন্য অপেক্ষায় ভাল সরকারি চাকরি! কোথায়, কীভাবে আবেদন, জানুন

Last Updated:

Government Job: শিলিগুড়ি পুরনিগমে ইলেকট্রিশিয়ান পদে কর্মী নিয়োগ! কী করে আবেদন করবেন।

ইলেকট্রিকের কাজ জানেন?
ইলেকট্রিকের কাজ জানেন?
শিলিগুড়ি : শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তরফ থেকে ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার জন্য তারা যোগ্য প্রার্থী খুঁজছেন। কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা, মাসিক বেতন কত হবে, সেগুলি বিস্তারিত আলোচনা করা হল।
মোট শূন্যপদ: এখানে মোট তিনটি শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা এই পদে নিয়োগ হবে তাদের মাসিক ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
advertisement
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান কোর্স কমপ্লিট করতে হবে।
advertisement
বয়স সীমা: এই পদের জন্য অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের আবেদন পত্র জমা করা হবে।
কিভাবে আবেদন করবেন আগ্রহ প্রার্থীদের এখানে আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।
প্রথমে প্রার্থীদের একটি A4 সাইজের সাদা পেজ নিতে হবে। সেখানে আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে। তারপর সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে।
advertisement
এরপর সময় থাকতে নিচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
দরকারি নথিপত্র: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ পত্র, কাস্ট সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড
আবেদনের শেষ তারিখ: ০৬/১২/২০২৪
আবেদন পত্র জমা করার ঠিকানা: To The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road P.O: Siliguri Dist : Darjeeling Pin – 734001
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Government Job: ইলেকট্রিকের কাজ জানেন? আপনার জন্য অপেক্ষায় ভাল সরকারি চাকরি! কোথায়, কীভাবে আবেদন, জানুন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement