Alipurduar News: শহরের নোংরা কাঁদাচ্ছে নদী, গ্রামের বাসিন্দাদের! টেকা দায় হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণীদেরও

Last Updated:

শহরের নোংরায় অবস্থা খারাপ নদী থেকে গ্রাম্য মানুষ, বন্যপ্রাণীদের

+
দূষণ

দূষণ

আলিপুরদুয়ার: সমগ্র হ্যামিলটনগঞ্জ এলাকার নোংরা ফেলা হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া এই নদীতে। যার ফলে নদীর জল দূষিত হওয়ার পাশাপাশি এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। অস্তিত্ব সংকটে বন্যপ্রাণীর পাশাপাশি এলাকাবাসীদের। এমনই দূষণের ছবি দেখা যায় হ্যামিলটনগঞ্জের বিশ্বনাথ পাড়ায় গেলে।
নোংরা আবর্জনা দুর্গন্ধে ওষ্টাগত প্রাণ লতাবাড়ি বিশ্বনাথ পাড়া এলাকার বাসিন্দাদের। অভিযোগ, গোটা হ্যামিলটনগঞ্জের নোংরা আবর্জনা, এমনকি বাজারের নোংরা ফেলা হচ্ছে বিশ্বনাথ পাড়ার সড়কের দুধারে ও ধোবীঝোরা নদীতে। যার ফলে নদী দূষণ হচ্ছে। এই নদীতে অষ্টমীর স্নান সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের নানা পুজো হয়ে থাকে। এলাকার এই পরিস্থিতির কথা প্রশাসনের কাছে বারবার জানানো হয়েছে। তারপরেও এলাকা পরিষ্কারের কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন বলে অভিযোগ এলাকাবাসীদের।
advertisement
advertisement
বন দফতরের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বারবার বলা হয় নোংরা নদীতে না ফেলার কথা। এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নোংরা তারা নদীতে ফেলেন না। এলাকার বাসিন্দা রবি মুর্মু জানান, “বিশ্বনাথ পাড়াকে ভাগাড়ে পরিণত করে দিচ্ছে হ্যামিল্টনগঞ্জ সদর এলাকার বাসিন্দারা। হ্যামিল্টনগঞ্জের পেছনের অংশ বলে এই স্থানটি নোংরা করে তোলার কোনও মানে হয়না।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত দুবছর ধরে দেখা যাচ্ছে এই ছবি। মাঝেমধ্যে এলাকাবাসীরা এই আবর্জনা পরিষ্কার করেন। কিন্তু তারপরেও আবার যেই কে সেই পরিস্থিতি। যারা নোংরা ফেলাতে আসে তাঁদের সঙ্গে কথা বলে লাভ হয়না বলে জানান বাসিন্দারা। এদিকে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জানিয়েও সমস্যার সমাধান হয়না। এলাকার শিশুরা বেশি অসুস্থ হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শহরের নোংরা কাঁদাচ্ছে নদী, গ্রামের বাসিন্দাদের! টেকা দায় হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণীদেরও
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement