Leopard Rescue: চা বাগানে হঠাৎ বিশাল আওয়াজ, ছুটে যেতেই কর্মীরা দেখেন সে-কি কাণ্ড! পরে ছুটে আসেন বন কর্মীরা

Last Updated:

চা বাগানের জলাশয় থেকে বিশাল আওয়াজ শুনে ছুটে যান বন কর্মীরা

+
উদ্ধার

উদ্ধার করা হচ্ছে লেপার্ড

আলিপুরদুয়ার: চা বাগানের জলাশয় থেকে হঠাৎ আওয়াজ। যেন কিছু একটা উপরে উঠে আসার চেষ্টা চালাচ্ছে। সামনে গিয়ে এলাকাবাসীরা দেখলেন একটি লেপার্ড জলে পরে ছট ফট করছে।
লেপার্ড উদ্ধারের চেষ্টা শুরু করে এলাকাবাসীরা। সেই ফাঁকেই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের। লেপার্ড উদ্ধার নিয়ে তুলকালাম কাণ্ড দেখা যায় এলাকায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানে। গতকাল সন্ধ্যায় বাগানের জলাশযয়ের মধ্যে পড়ে যায় একটি লেপার্ড।
advertisement
advertisement
এদিন জলাশয় মধ্যে লেপার্ডকে ছটফট করতে দেখে এলাকার বাসিন্দারা পরবর্তীতে তারা লাঠি দিয়ে, দড়ি দিয়ে লেপার্ডকে জলাশয় থেকে উদ্ধার করার চেষ্টা চালায়। এরপর ঘটনাস্থলে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে জলাশয় থেকে উদ্ধার করতে সক্ষম হয়। লেপার্ডটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড ছিল বলে জানা যায়। বন কর্মীদের অনুমান হয়ত কোন শিকার দেখে লাফ দিতে গিয়ে জলাশয়ে পড়ে গিয়েছিল লেপার্ডটি। তবে এলাকাবাসীরা সজাগ থাকায় প্রাণে রক্ষা পেল লেপার্ডটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দা পবন ইয়ালমো জানান, “এলাকায় অনেক লেপার্ড রয়েছে। বন দফতরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে খাঁচা বসানো উচিত।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Rescue: চা বাগানে হঠাৎ বিশাল আওয়াজ, ছুটে যেতেই কর্মীরা দেখেন সে-কি কাণ্ড! পরে ছুটে আসেন বন কর্মীরা
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement