Bangal News: একের পর এক হিট পারফরম্যান্স, NQAS-এ প্রথম, দ্বিতীয় সব পেল উত্তরবঙ্গ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
NQAS-এ উত্তরবঙ্গের জেলাগুলির হিট পারফরম্যান্স
আলিপুরদুয়ার: এনকোয়াস (NQAS) পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান পেল আলিপুরদুয়ার। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলী বিষয়টি জানিয়েছেন সকলকে। এই পরীক্ষায় আলিপুরদুয়ার জেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো পাশ করেছে তাঁদের পুরস্কৃত করেছে জেলা স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র অংশ নিতে পারে। এজন্য প্রথমে আবেদন করতে হয়। এরপর কেন্দ্র থেকে একটি দল এসে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে। যদি সবকিছু ঠিক থাকে তবে এই পরীক্ষায় পাশ করলে তিন বছর ১ লক্ষ ২৬ হাজার টাকা করে অনুদান পায় স্বাস্থ্য কেন্দ্রগুলি।
হাসপাতালগুলির ক্ষেত্রে প্রতি বেড হিসেবে টাকার অঙ্ক ঠিক হয়। গত দেড় বছরে জেলার যে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলি এনকোয়াস (NQAS) পরীক্ষায় পাশ করেছে তাদের হাতে সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলার একমাত্র বড় হাসপাতাল হিসেবে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এই পুরস্কার পেয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী জানান, “এনকোয়াস (NQAS) হল হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির গুণগত বিচারের পরীক্ষা। রাজ্যের মধ্যে আলিপুরদুয়ার জেলা এই বিষয়টিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার জেলা। আগামী দু’মাসের মধ্যে আরও আটটি স্বাস্থ্য কেন্দ্র এই পরীক্ষা বসবে।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 1:53 PM IST
