'আমার গোটা পরিবার রেলে, একটা ফোন ডায়াল করলেই...', চিৎকার করে উঠলেন মহিলা যাত্রী! কয়েক মুহূর্তেই যা ঘটল, ভেঙে পড়লেন কান্নায়!

Last Updated:
Indian Railways: সম্প্রতি এই টিকিট দেওয়া ও জরিমানা আদায়কে কেন্দ্র করে যা ঘটে গেল চলন্ত ট্রেনের কামরায় তা ভয়ঙ্কর। ট্রেনের সিট ও তার জন্য টিকিট বা জরিমানা নিয়ে তর্কাতর্কি বচসা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এ যেন ছোটখাট কুরুক্ষেত্র! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মুহূর্তের মধ্যে ভাইরাল।
1/13
ট্রেনে চড়তে টিকিট থাকা মাস্ট। প্রত্যেক যাত্রীকে বৈধ টিকিট নিয়েই ট্রেনে যাত্রা করতে হবে এটাই দস্তুর। ভারতীয় রেল তার পরিষেবায় যাত্রী স্বাচ্ছন্দ দিতে যেমন তৎপর, ঠিক তেমনই ট্রেনে প্রত্যেক যাত্রী নিয়ম মানছেন কিনা সেদিকে নজর রাখে রেল।
ট্রেনে চড়তে টিকিট থাকা মাস্ট। প্রত্যেক যাত্রীকে বৈধ টিকিট নিয়েই ট্রেনে যাত্রা করতে হবে এটাই দস্তুর। ভারতীয় রেল তার পরিষেবায় যাত্রী স্বাচ্ছন্দ দিতে যেমন তৎপর, ঠিক তেমনই ট্রেনে প্রত্যেক যাত্রী নিয়ম মানছেন কিনা সেদিকে নজর রাখে রেল।
advertisement
2/13
টিকিট ছাড়া ভ্রমণ, বিশেষ করে সংরক্ষিত কোচে আইনত অপরাধ। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে রেল। রেলের তরফে এই দায়িত্ব থাকে টিটি ও টিটিই-র উপর। চলতি ট্রেনে টিটিই কাজ হল টিকিট ছাড়া যাত্রীদের টিকিট দেওয়া এবং জরিমানা আদায় করা।
টিকিট ছাড়া ভ্রমণ, বিশেষ করে সংরক্ষিত কোচে আইনত অপরাধ। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে রেল। রেলের তরফে এই দায়িত্ব থাকে টিটি ও টিটিই-র উপর। চলতি ট্রেনে টিটিই কাজ হল টিকিট ছাড়া যাত্রীদের টিকিট দেওয়া এবং জরিমানা আদায় করা।
advertisement
3/13
কিন্তু সম্প্রতি এই টিকিট দেওয়া ও জরিমানা আদায়কে কেন্দ্র করে যা ঘটে গেল চলন্ত ট্রেনের কামরায় তা ভয়ঙ্কর। ট্রেনের সিট ও তার জন্য টিকিট বা জরিমানা নিয়ে তর্কাতর্কি বচসা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এ যেন ছোটখাট কুরুক্ষেত্র! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মুহূর্তের মধ্যে ভাইরাল।
কিন্তু সম্প্রতি এই টিকিট দেওয়া ও জরিমানা আদায়কে কেন্দ্র করে যা ঘটে গেল চলন্ত ট্রেনের কামরায় তা ভয়ঙ্কর। ট্রেনের সিট ও তার জন্য টিকিট বা জরিমানা নিয়ে তর্কাতর্কি বচসা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এ যেন ছোটখাট কুরুক্ষেত্র! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মুহূর্তের মধ্যে ভাইরাল।
advertisement
4/13
ভাইরাল ভিডিওতে কী দেখা গিয়েছিল জানেন? আচমকা শুরু হওয়ার ভিডিওতে এক মহিলাকে তুমুল চিৎকার করতে দেখা যায় শুরু থেকেই। দেখে মনে হয় উনি একজন বড়সড় কেউ। এমনই ভাব করে প্রথমে অন্য একজন যাত্রীর সঙ্গে সিট নিয়ে তর্ক শুরু করেন মহিলা। তাঁর দিকে তাকিয়ে মহিলা রীতিমতো ধমক দিতে শুরু করেন।
ভাইরাল ভিডিওতে কী দেখা গিয়েছিল জানেন? আচমকা শুরু হওয়ার ভিডিওতে এক মহিলাকে তুমুল চিৎকার করতে দেখা যায় শুরু থেকেই। দেখে মনে হয় উনি একজন বড়সড় কেউ। এমনই ভাব করে প্রথমে অন্য একজন যাত্রীর সঙ্গে সিট নিয়ে তর্ক শুরু করেন মহিলা। তাঁর দিকে তাকিয়ে মহিলা রীতিমতো ধমক দিতে শুরু করেন।
advertisement
5/13
ঠিক সেই মুহূর্তে পাশ থেকে এগিয়ে আসেন টিটিই। আর তারপরেই অন্য চেহারা নেয় ট্রেনের কম্পার্টমেন্ট। মহিলাকে রেলের নিয়ম মানার পরামর্শ দিতেই টিটিই-র সামনে তিনি ঘোষণা করেন,
ঠিক সেই মুহূর্তে পাশ থেকে এগিয়ে আসেন টিটিই। আর তারপরেই অন্য চেহারা নেয় ট্রেনের কম্পার্টমেন্ট। মহিলাকে রেলের নিয়ম মানার পরামর্শ দিতেই টিটিই-র সামনে তিনি ঘোষণা করেন, "আমার মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি, তুমি আমাকে ক্ষমতা দেখতে এসো না।"
advertisement
6/13
তীব্র স্বরে চেঁচাতে চেঁচাতে মহিলা একই লড়তে থাকেন টিটিই এবং যাত্রীর সঙ্গে। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতেও মহিলা বলেন তিনি ₹১,১০০ টাকার টিকিট নিয়েছেন টিটিই-র কাছ থেকে। তাহলে এখন কেন সিট চেঞ্জ করবেন?
তীব্র স্বরে চেঁচাতে চেঁচাতে মহিলা একই লড়তে থাকেন টিটিই এবং যাত্রীর সঙ্গে। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতেও মহিলা বলেন তিনি ₹১,১০০ টাকার টিকিট নিয়েছেন টিটিই-র কাছ থেকে। তাহলে এখন কেন সিট চেঞ্জ করবেন?
advertisement
7/13
অন্যদিকে টিটিই তাঁকে বার বার রেলের নিয়ম মেনে চলতে বলতে থাকেন। আর সেই কথোপকথনই রীতিমতো ভয়ঙ্কর চেহারা নেয় মুহূর্তের মধ্যে। এই ঘটনার ভিডিওটি রেডিট থেকে শুরু করে এক্স পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে চরম ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে টিটিই তাঁকে বার বার রেলের নিয়ম মেনে চলতে বলতে থাকেন। আর সেই কথোপকথনই রীতিমতো ভয়ঙ্কর চেহারা নেয় মুহূর্তের মধ্যে। এই ঘটনার ভিডিওটি রেডিট থেকে শুরু করে এক্স পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে চরম ভাইরাল হয়ে যায়।
advertisement
8/13
ভিডিওটি শুরুতেই মহিলার মুখে শোনা যায়,
ভিডিওটি শুরুতেই মহিলার মুখে শোনা যায়, "এই, তুমি চুপ করো, তুমি অকারণে আমার মাথা খারাপ করছ।" মুহূর্তে তর্ক আরও তীব্র হতে থাকে, তর্ক চলাকালীন টিটিই মহিলাকে বলেন, "তোমাকে রেলের নিয়ম মেনে ভ্রমণ করতে হবে। হট্টগোল করে কোনও লাভ হবে না।"
advertisement
9/13
মহিলাটি পাল্টা বলেন,
মহিলাটি পাল্টা বলেন, "আমি পুলিশে আছি, আমার পুরো ডিপার্টমেন্ট ডিআর এবং ডিআরএম-এর সঙ্গে যুক্ত। দেখবে, আমি একটা ফোন করব তোমরা সবাই কেঁপে উঠবে!" এতে, টিটিই উপহাস করে তাঁকে বলেন, "হ্যাঁ, পারলে গোটা ট্রেনটিও নাড়াও।"
advertisement
10/13
কিন্তু কিছুক্ষণেই তর্ক করতে করতে কেঁদে ফেলেন মহিলা, মহিলার চোখ হঠাৎ জলে ভরে যায়। তিনি কাঁদতে শুরু করেন এবং নিজেকে সামলাতে না পেরে তাঁর মেয়ে যে যাত্রীর আসনে বসে আছে তাঁর দিকেই ক্রমাগত চিৎকার করতে থাকেন।
কিন্তু কিছুক্ষণেই তর্ক করতে করতে কেঁদে ফেলেন মহিলা, মহিলার চোখ হঠাৎ জলে ভরে যায়। তিনি কাঁদতে শুরু করেন এবং নিজেকে সামলাতে না পেরে তাঁর মেয়ে যে যাত্রীর আসনে বসে আছে তাঁর দিকেই ক্রমাগত চিৎকার করতে থাকেন।
advertisement
11/13
পরিস্থিতি এমন হয় যে এক বয়স্ক যাত্রী এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন। তিনি যাত্রী এবং মহিলা উভয়কেই বলেন তর্ক না করে একটু মানিয়ে নিতে। আর এরপরেই প্রায় ৬ মিনিটের ভিডিওটি শেষ হয়। @ShoneeKapoor নামের একজন ব্যবহারকারী X-হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন,
পরিস্থিতি এমন হয় যে এক বয়স্ক যাত্রী এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন। তিনি যাত্রী এবং মহিলা উভয়কেই বলেন তর্ক না করে একটু মানিয়ে নিতে। আর এরপরেই প্রায় ৬ মিনিটের ভিডিওটি শেষ হয়। @ShoneeKapoor নামের একজন ব্যবহারকারী X-হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "তোমার চেয়ে আমার স্ট্যাটাস বেশি," এবং "আমি একবার ফোন করলে তুমি কাঁপতে শুরু করবে।"
advertisement
12/13
ব্যবহারকারী পোস্টে আরও লিখেছেন,
ব্যবহারকারী পোস্টে আরও লিখেছেন, "যখন কিছুই কাজ করে না, তখন উনি কাঁদতে শুরু করে দেন। এমনকি দাবি করে বসে যে সে নাকি একজন পুলিশ অফিসার, আর তাই নাকি অন্য যাত্রীকেই মানিয়ে নিতে হবে।" নেটপাড়ায় শোরগোল ফেলা এই ভিডিওটি রেডিটেও তুমুল ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা অনেকেই এতে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
advertisement
13/13
এই গোটা অগ্নিপরীক্ষায় টিটিই-র ভূমিকার প্রশংসা করছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন,
এই গোটা অগ্নিপরীক্ষায় টিটিই-র ভূমিকার প্রশংসা করছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন, "টিটিই-কে ধন্যবাদ, তিনি শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন। টিটিই অসাধারণ কাজ করেছেন।"
advertisement
advertisement
advertisement