Travel Destination: নদী-পাহাড়ের মাঝে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চান? শীতের ছুটিতে একবার ঢুঁ মারুন এখানে, ফিরতে চাইবেন না গ্যারান্টি!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Travel Destination: এই এলাকায় এলেই দেখা যাবে মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্য একদিকে তোর্ষা নদী, অন্যদিকে তোর্ষা নদীর অপর প্রান্তে ভুটান পাহাড় আর এপারে জঙ্গল। রণবাহাদুরবস্তি প্রবেশের মুখে রয়েছে চা বাগান।
আলিপুরদুয়ার: পিকনিকের ইচ্ছে মনে রয়েছে, কিন্তু মনের মত জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। রয়েছে পিকনিকের আদর্শ ডেস্টিনেশন রণবাহাদুরবস্তিতে। রণবাহাদুরবস্তির যৌথ বনসুরক্ষা কমিটির পক্ষ থেকে রণবাহাদুর বস্তির নদীর পাড়ে এই পিকনিক স্পটটিকে সাজিয়ে তোলা হয়েছে।
পিকনিক করতে আসা মানুষদের জন্য খড় ও বাঁশ দিয়ে শেড তৈরি করা হয়েছে।গাছের সঙ্গে দোলনা ঝোলানো রয়েছে।ব্যাডমিন্টন কোট তৈরি করা হয়েছে।পিকনিক করতে আসা মানুষদের যাতে অসুবিধা না হয় তার জন্য দোকান রাখা হয়েছে স্থানীয়দের তরফে।
advertisement
advertisement
আলিপুরদুয়ার জেলাতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন পিকনিক স্পট রয়েছে, তা হয়ত জানা নেই অনেকের।যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যরা চাইছেন প্রচার পাক এই স্থানটি। অমর গুরুং নামের এক স্থানীয় বাসিন্দা তথা যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য জানান, “পরিবার নিয়ে পিকনিক করতে আসা মানুষদের কোনও সমস্যা হবে না এখানে। শৌচালয়, জল সব ধরনের পরিষেবা রয়েছে।পুলিশের টহল চলে। বন সুরক্ষা কমিটির সদস্যদের নজরদারি চলে।”
advertisement
এই এলাকায় এলেই দেখা যাবে মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্য একদিকে তোর্ষা নদী, অন্যদিকে তোর্ষা নদীর অপর প্রান্তে ভুটান পাহাড় আর এপারে জঙ্গল। রণবাহাদুরবস্তি প্রবেশের মুখে রয়েছে চা বাগান। সব মিলিয়ে যে একবার এই স্থানে আসবে তার ফের আসতে মন চাইবে এই জায়গায় বলে দাবি স্থানীয়দের।
advertisement
Annanya Dey
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 12:16 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: নদী-পাহাড়ের মাঝে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চান? শীতের ছুটিতে একবার ঢুঁ মারুন এখানে, ফিরতে চাইবেন না গ্যারান্টি!