Cancer: শুধু পিরিয়ডস শেষে করুন ‘এটা’...মারণ সারভাইক্যাল ক্যানসার হবে ‘নির্মূল’! কীভাবে? পরামর্শ দিলেন চিকিত্‍সক

Last Updated:
Cervical Cancer: সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজার হাজার মহিলার মৃত্যুর কারণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহিলাদের মধ্যে চতুর্থ সবচেয়ে সাধারণ এবং প্রাণঘাতী ক্যানসার বলেও ঘোষণা করেছে।
1/8
ক্যানসার। একটা শব্দই যেন এখন হয়ে উঠেছে ভয় ধরানো। মারণ রোগের থাবার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। এর মধ‍্যেই সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ‍্যা প্রতি বছর বাড়ছে। যদিও চিকিত্‍সকদের মতে, প্রাণঘাতী রোগকে প্রথম স্টেজে সম্পূর্ণভাবে নির্মূল করা যেতে পারে।
ক্যানসার। একটা শব্দই যেন এখন হয়ে উঠেছে ভয় ধরানো। মারণ রোগের থাবার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। এর মধ‍্যেই সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ‍্যা প্রতি বছর বাড়ছে। যদিও চিকিত্‍সকদের মতে, প্রাণঘাতী রোগকে প্রথম স্টেজে সম্পূর্ণভাবে নির্মূল করা যেতে পারে।
advertisement
2/8
সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজার হাজার মহিলার মৃত্যুর কারণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহিলাদের মধ্যে চতুর্থ সবচেয়ে সাধারণ এবং প্রাণঘাতী ক্যানসার বলেও ঘোষণা করেছে।
সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজার হাজার মহিলার মৃত্যুর কারণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহিলাদের মধ্যে চতুর্থ সবচেয়ে সাধারণ এবং প্রাণঘাতী ক্যানসার বলেও ঘোষণা করেছে।
advertisement
3/8
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী, ভারতে মোট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত‍্যু হওয়া মহিলাদের মধ্যে ৬-২৯ শতাংশ সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী, ভারতে মোট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত‍্যু হওয়া মহিলাদের মধ্যে ৬-২৯ শতাংশ সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হন।
advertisement
4/8
কিন্তু নির্মূল করার জন‍্য প্রথম দিকেই একে চিহ্নিত করাও জরুরি। আর সেটি সম্ভব একটি ছোট্ট টেস্টের মাধ‍্যমে। এই টেস্টকে বলা হয় পেপ টেস্ট বা পেপ স্মিয়ার টেস্ট। ড: তরঙ্গ কৃষ্ণ একটি সোশ‍্যাল মিডিয়া পোস্টের মাধ‍্যমে জানিয়েছেন কীভাবে এই ছোট্ট টেস্টের মাধ‍্যমে বাঁচতে পারে লক্ষ লক্ষ মহিলার প্রাণ।
কিন্তু নির্মূল করার জন‍্য প্রথম দিকেই একে চিহ্নিত করাও জরুরি। আর সেটি সম্ভব একটি ছোট্ট টেস্টের মাধ‍্যমে। এই টেস্টকে বলা হয় পেপ টেস্ট বা পেপ স্মিয়ার টেস্ট। ড: তরঙ্গ কৃষ্ণ একটি সোশ‍্যাল মিডিয়া পোস্টের মাধ‍্যমে জানিয়েছেন কীভাবে এই ছোট্ট টেস্টের মাধ‍্যমে বাঁচতে পারে লক্ষ লক্ষ মহিলার প্রাণ।
advertisement
5/8
পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই টেস্ট করার সঠিক সময় কখন। ড: তরঙ্গ কৃষ্ণের মতে এই টেস্ট করানোর সবচেয়ে ভাল সময় হল ঠিক পিরিয়ডস বা মাসিক ঋতুচক্রের ঠিক শেষে।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই টেস্ট করার সঠিক সময় কখন। ড: তরঙ্গ কৃষ্ণের মতে এই টেস্ট করানোর সবচেয়ে ভাল সময় হল ঠিক পিরিয়ডস বা মাসিক ঋতুচক্রের ঠিক শেষে।
advertisement
6/8
কীভাবে করা হয় পেপ টেস্টএই টেস্টে জরায়ুর গ্রীবা থেকে কোষকে বের করে এতে হওয়া পরিবর্তনের পরীক্ষা করা হয়। এই টেস্ট ডাক্তারদের ল্যাবে করা হয়। এটি একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে এর কারণে কোনও ব্যথা হয় না।
কীভাবে করা হয় পেপ টেস্টএই টেস্টে জরায়ুর গ্রীবা থেকে কোষকে বের করে এতে হওয়া পরিবর্তনের পরীক্ষা করা হয়। এই টেস্ট ডাক্তারদের ল্যাবে করা হয়। এটি একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে এর কারণে কোনও ব্যথা হয় না।
advertisement
7/8
আমেরিকান ক্যানসার সোসাইটির মতে ২৫ বছর পর থেকে প্রতিটি মহিলাকে প্রতি ৫ বছরে একবার পেপ টেস্ট অবশ্যই করানো উচিত। যাতে সময়মতো ক্যানসারের মতো রোগের শনাক্তকরণ করা যায়। এছাড়াও যৌন সক্রিয় মহিলাদের জন্য এটি একটি রুটিন টেস্ট খুবই সহায়ক প্রমাণিত হয়।
আমেরিকান ক্যানসার সোসাইটির মতে ২৫ বছর পর থেকে প্রতিটি মহিলাকে প্রতি ৫ বছরে একবার পেপ টেস্ট অবশ্যই করানো উচিত। যাতে সময়মতো ক্যানসারের মতো রোগের শনাক্তকরণ করা যায়। এছাড়াও যৌন সক্রিয় মহিলাদের জন্য এটি একটি রুটিন টেস্ট খুবই সহায়ক প্রমাণিত হয়।
advertisement
8/8
ড: তরঙ্গ কৃষ্ণের মতে মহিলারা যদি এই টেস্টকে রুটিন টেস্ট হিসেবে দেখেন, তাহলে অর্ধেকেরও বেশি কমে যাবে মারণ সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ‍্যা। সুস্থ থাকবেন সকলে।
ড: তরঙ্গ কৃষ্ণের মতে মহিলারা যদি এই টেস্টকে রুটিন টেস্ট হিসেবে দেখেন, তাহলে অর্ধেকেরও বেশি কমে যাবে মারণ সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ‍্যা। সুস্থ থাকবেন সকলে।
advertisement
advertisement
advertisement