Snake: ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল বিছানার পাশ থেকে! তোষক তুলতেই চক্ষু চড়ক গাছ, ছিটকে সরে যেতে হল সবাইকে, হাড়হিম ঘটনা

Last Updated:
Snake- বিছানায় যমদূত, বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবার! হাড় হিম করা ঘটনা উদয়নারায়নপুরের শিবপুর জয়চন্ডীতলা চক্রবর্তী পরিবারে। সারাদিনের ব্যস্ততা সেরে দুই ভাই বিছানায় পিঠ পেতে চোখ বুঝতেই ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ। সাপ উদ্ধার।
1/5
বিছানায় জম দ্রুত, বড়োসড়ো বিপদ থেকে রক্ষা পেল পরিবার! হাড় হিম করা ঘটনা উদয়নারায়নপুরের শিবপুর জয়চন্ডীতলা চক্রবর্তী পরিবারে। সারাদিনের ব্যস্ততা সেরে দুই ভাই বিছানায় পিঠ পেতে চোখ বুঝতেই ঘরের মধ্যে ভয়ংকর শব্দ। শব্দের উৎসের খোঁজ করতে বোঝা যায় শব্দের উৎস বিছানা। নরম গদির নিচের তোষক থেকে হিস্ হিস্ শব্দ শুনেই গা শিউরে ওঠে তাঁদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বিছানায় যমদূত, বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবার! হাড় হিম করা ঘটনা উদয়নারায়নপুরের শিবপুর জয়চন্ডীতলা চক্রবর্তী পরিবারে। সারাদিনের ব্যস্ততা সেরে দুই ভাই বিছানায় পিঠ পেতে চোখ বুঝতেই ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ। শব্দের উৎসের খোঁজ করতে বোঝা যায় শব্দের উৎস বিছানা। নরম গদির নিচের তোষক থেকে হিস্ হিস্ শব্দ শুনেই গা শিউরে ওঠে তাঁদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বিছানার তোষকের নিচে থেকেই অদ্ভুত শব্দ অনুভব করে। বিছানা থেকে উঠে, ধীরে ধীরে তোষক সরাতেই চক্ষু চরক গাছ। তোষকের নিচে খাটের উপর গোখরো সাপ। একটি নয়, বেশ কয়েকটি গোখরো'র ছানা। ঘরের ভিতর খাটের উপর বিষধর সাপের ছানা দেখে ভয় পেয়ে যান। তোষকটিকে পুনরায় চাপা দিয়ে ঘর থেকে বেড়িয়ে, ওই ঘরের দরজা বন্ধ করে রাখেন।
বিছানার তোষকের নিচে থেকেই অদ্ভুত শব্দ অনুভব করে। বিছানা থেকে উঠে ধীরে ধীরে তোষক সরাতেই চক্ষু চরক গাছ। তোষকের নিচে খাটের উপর গোখরো সাপ। একটি নয়, বেশ কয়েকটি গোখরো'র ছানা। ঘরের ভিতর খাটের উপর বিষধর সাপের ছানা দেখে ভয় পেয়ে যান। তোষকটিকে পুনরায় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে ওই ঘরের দরজা বন্ধ করে রাখেন।
advertisement
3/5
ওই পরিবার, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ' তরুণোদয় ফাউন্ডেশন ' এর সঙ্গে যোগাযোগ করেন। খুবই দ্রুততার সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা ঐ স্থানে পৌঁছয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তোষকের তলা থেকে তিনটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়। এর পর গোটা ঘরটির তল্লাশি নেওয়া হয়, আর কিছু পাওয়া যায়নি।
ওই পরিবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ' তরুণোদয় ফাউন্ডেশন ' এর সঙ্গে যোগাযোগ করেন। খুবই দ্রুততার সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা ওই স্থানে পৌঁছয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তোষকের তলা থেকে তিনটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়। এর পর গোটা ঘরটির তল্লাশি নেওয়া হয়। আর কিছু পাওয়া যায়নি।
advertisement
4/5
এ প্রসঙ্গে সংগঠন সদস্য তুষার পাঠক জানান, দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে ধন্যবাদ পরিবার সদস্য সৌমিত্র চক্রবর্তী'কে। বিপদের সম্মুখীন হয়েও সাপ গুলিকে প্রাণে না মেরে পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। ঈশ্বরের কৃপায় সৌমিত্র বাবু ও ওনার ভাইয়ের কোনও দুর্ঘটনা ঘটেনি। ওনারা ঐ একই ঘর থেকে প্রথম সাপটিকে তাড়িয়ে দিলেও তিনটি গোখরো ওনাদের খাটের মধ্যেই ছিল ওনারা সন্দেহ প্রকাশ করছেন।
এই প্রসঙ্গে সংগঠন সদস্য তুষার পাঠক জানান, দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে ধন্যবাদ পরিবার সদস্য সৌমিত্র চক্রবর্তীকে। বিপদের সম্মুখীন হয়েও সাপগুলিকে প্রাণে না মেরে পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন।
advertisement
5/5
পরিবার সদস্য, সৌমিত্র চক্রবর্তী জানান, গত দুদিন আগে খাটের নীচ একটি সাপের ছানা দেখতে পাওয়া যায়। কোনভাবে জানলা বা দরজা দিয়ে সাপের ছানা'টি প্রবেশ করেছে বুঝে, তাকে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেওয়া হয়। সেই সময় কেউ আন্দাজ করতে পারেনি ঘরের মধ্যে একসঙ্গে এতগুলো সাপ বাসা বেঁধে রয়েছে। তাই তোষক তুলতেই অবাক করা ঘটনা সামনে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পরিবার সদস্য সৌমিত্র চক্রবর্তী জানান, গত দুদিন আগে খাটের নীচ একটি সাপের ছানা দেখতে পাওয়া যায়। কোনওভাবে জানলা বা দরজা দিয়ে সাপের বাচ্চাটি প্রবেশ করেছে বুঝে সেটিকে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেওয়া হয়। সেই সময় কেউ আন্দাজ করতে পারেনি ঘরের মধ্যে একসঙ্গে এতগুলো সাপ বাসা বেঁধে রয়েছে। তাই তোষক তুলতেই অবাক করা ঘটনা সামনে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement