Nalen Gur Sandesh: শীত পড়তেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজে শহরবাসী, কোথায় কোথায় রয়েছে সেরার সেরা সন্দেশ, জানুন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
শহরে শীতের শুরুতেই নানা রকম খাবারের চাহিদা দ্রুত বাড়তে থাকে। আর ঠিক তখনই নলেন গুড়ের তালের শাঁস বসিরহাটের মানুষদের কাছে হয়ে উঠেছে নতুন আকর্ষণ।
শীতের আমেজ পড়তেই বাঙালির রসনা তালুতে শুরু হয় নলেন গুড়ের মোহ। ভোরের আলোর সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে রস সংগ্রহের দৃশ্য জানান দেয়, শীত এসে গেছে। আর শীত মানেই বাজারে নলেন গুড়ের বাহারি মিষ্টির সমারোহ। অসাধারণ সুবাস আর অনন্য স্বাদের জন্য নলেন গুড় বাঙালির কাছে বরাবরই অপ্রতিরোধ্য। তাই শীতের মরশুমে নলেন গুড় ছাড়া শেষপাতে মিষ্টিমুখ ভাবতেই পারে না বাঙালি।
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাট শহরে এরই মধ্যে শুরু হয়েছে নলেন গুড়ের বিশেষ প্রস্তুতি ও বিক্রির ভিড়। শহরের প্রাণকেন্দ্র বোটঘাট এলাকার বহু মানুষ এখন মজে রয়েছেন নলেন গুড় দিয়ে তৈরি নানা নতুন পদে। স্থানীয় মিষ্টির দোকানগুলিতে চোখ রাখলেই দেখা যায়, নলেন গুড়ের ছানার মিষ্টি, পাটিসাপটা, নলেন সন্দেশসহ নানা আকর্ষণীয় আইটেমের সারি।
advertisement
advertisement
শহরে শীতের শুরুতেই নানা রকম খাবারের চাহিদা দ্রুত বাড়তে থাকে। আর ঠিক তখনই নলেন গুড়ের তালের শাঁস বসিরহাটের মানুষদের কাছে হয়ে উঠেছে নতুন আকর্ষণ। শীতের সন্ধ্যে বা উৎসবের আড্ডায় এই মিষ্টির স্বাদ নিতে এখন ভিড় জমাচ্ছেন বহু ক্রেতা। নলেন গুড়ের সুবাসে জীবন্ত হয়ে উঠেছে পুরো শহর—এ যেন বাঙালির চিরচেনা শীতের আনন্দই।
advertisement
advertisement
শহরে শীতের শুরুতেই নানা রকম খাবারের চাহিদা দ্রুত বাড়তে থাকে। আর ঠিক তখনই নলেন গুড়ের তালের শাঁস বসিরহাটের মানুষদের কাছে হয়ে উঠেছে নতুন আকর্ষণ। শীতের সন্ধ্যে বা উৎসবের আড্ডায় এই মিষ্টির স্বাদ নিতে এখন ভিড় জমাচ্ছেন বহু ক্রেতা। নলেন গুড়ের সুবাসে জীবন্ত হয়ে উঠেছে পুরো শহর—এ যেন বাঙালির চিরচেনা শীতের আনন্দই।









