Next Chief Justice Of India: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সুর্য কান্ত, ২৪ নভেম্বর শপথ

Last Updated:

Next Chief Justice Of India: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India - CJI) হিসেবে নিয়োগ করছেন। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষের পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

News18
News18
নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India – CJI) হিসেবে নিয়োগ করছেন। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষের পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
সূত্রমতে, বিচারপতি সুর্য কান্ত আগামী ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের প্রচলিত সিনিয়রিটি রীতি মেনেই তাঁর নাম সুপারিশ করা হয়েছিল।
advertisement
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্ম নেয় বিচারপতি সুর্য কান্ত। হরিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হওয়ার পর পেশাজীবন শুরু করেন। তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হন। ২০১৮ সালে তাঁকে সুপ্রিম কোর্টে যোগদান করেন।
advertisement
বর্তমানে তিনি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তাঁর মেয়াদ প্রায় ১৫ মাস—২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পদে থাকবেন। বিচারপতি সূর্য কান্তের নিয়োগকে বিচার প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তিনি দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের রোস্টার ও মামলার নিষ্পত্তির গতি—উভয় ক্ষেত্রেই নতুন দিশা আসবে বলে আইনি মহলের ধারণা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Next Chief Justice Of India: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সুর্য কান্ত, ২৪ নভেম্বর শপথ
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement